গোবিন্দ রায়: একের পর রায়, এজলাসে বসে নানা ধরনের মন্তব্য করে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এবার ফের একবার ব্যতিক্রমী ভূমিকায় দেখা গেল তাঁকে। বুধবার এজলাসে বসেই পূর্ব মেদিনীপুরের জেলা জজকে মোবাইল থেকে ফোন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিলেন জেলা বিচারককে।
প্রাথমিক স্কুলের শিক্ষিকা শিউলি বর্মন। ২০২০ সালের আগস্ট মাসে প্রয়াত হন তিনি। তাঁর এক পুত্র সন্তান রয়েছে, যার বর্তমান বয়স ১৫ বছর। মৃত্যুর সময় পর্যন্ত শিউলিদেবী এবং তাঁর স্বামীর মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। শিউলি বর্মনের বাবার দাবি, শিউলিদেবীর স্বামী তাঁর সন্তানকে দেখাশোনা করতে চাইছেন না। তাই শিউলিদেবীর পেনশন যেন তাঁর সন্তানকে দেওয়া হয়, এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন প্রয়াত শিক্ষিকার বাবা জীবনানন্দ বর্মন।
[আরও পড়ুন: বাসিন্দাদের অ্যাকাউন্টে বিপুল লেনদেন, জানেনই না গ্রামবাসীরা, সিউড়িতে CBI হানায় মিলল তথ্য]
এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, নাতির অভিভাবকত্ব চেয়ে জীবনানন্দ বর্মন কি কোনও মামলা করেছেন? উত্তরে তাঁর আইনজীবী জানান,সংশ্লিষ্ট মামলাটি পূর্ব মেদিনীপুরের নিম্ন আদালতে বিচারাধীন আছে। তার পরেই এজলাস থেকে বসেই জেলা জজকে ফোন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলাটির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এই ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছে।