shono
Advertisement

দ্রুত প্রাথমিকের ৪২০ শূন্যপদ পূরণ, ১৭ এপ্রিলের মধ্যে মেধাতালিকা প্রকাশের নির্দেশ

গত ১৩ বছর ধরে ৩২৮ পদ ফাঁকা পড়েছিল।
Posted: 06:58 PM Mar 01, 2023Updated: 08:05 PM Mar 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছর ধরে ফাঁকা পড়ে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকের ৩২৮ পদ। দ্রুত সেই শূন্যপদ পূরণের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোট ৪২০ পদের জন্য ১৭ এপ্রিলের মধ্যে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

পূর্বতন বাম সরকারের আমলে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক (Primary Teachers) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষাও হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে। ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা। গত বছর হাই কোর্টের নির্দেশে ১৫০৬ জনকে নিয়োগ করা হয়। কিন্তু বাকি ৩২৮ পদ ফাঁকাই পড়েছিল। এনিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরিকপ্রার্থীরা। অবশেষে তাঁদের সুরাহা হতে চলেছে।

[আরও পড়ুন: মনসা গানের আসর থেকে ফেরার সময় ‘গণধর্ষণ’! ভুট্টাখেত থেকে উদ্ধার মাদ্রাসার ছাত্রীর দেহ]

নিয়োগ নিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। গত ১৩ বছরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই ৩২৮ পদের সঙ্গে আরও ৯২টি শূন্যপদ জুড়ে মোট ৪২০ শূন্যপদ পূরণের নির্দেশ দিলেন বিচারপতি। দক্ষিণ ২৪ পরগনা শিক্ষা সংসদকে আগামী ১৭ এপ্রিলের মধ্যে প্রকাশ করতে হবে মেধাতালিকা, সময় বেঁধে দিয়েছেন বিচারপতি।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ধৃত এসপি সিনহার বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার দেড় কেজি সোনাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement