shono
Advertisement

Breaking News

মাধ্যমিকের পর ৯৫২ জনের ভাগ্য নির্ধারণ, শিক্ষক নিয়োগ মামলায় পর্যবেক্ষণ বিচারপতি বসুর

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় পর্যবেক্ষণ বিচারপতির।
Posted: 04:32 PM Feb 27, 2023Updated: 05:18 PM Feb 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। বোর্ডের পরীক্ষা শেষ হলে চূড়ান্ত হবে ৯৫২ জন শিক্ষকের ভাগ্য। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর।

Advertisement

সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ৯৫২ জন শিক্ষকের ভাগ্য ঝুলছে। তাঁদের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ডিভিশন বেঞ্চে মামলাগুলি বিচারাধীন। রায়ের অপেক্ষা চলছে। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলছে। শিক্ষকদের চাকরি বাতিল হলে সমস্যা তৈরি হবে। রায় আসতে আসতে পরীক্ষা শেষ হবে। ডিভিশন বেঞ্চের রায়ের উপরেই আদালত পরবর্তী পদক্ষেপ করবে।

[আরও পড়ুন: এবার নারীশিক্ষা রুখতে পড়ুয়াদের বিষ খাওয়ানোর অভিযোগ, ইরানে অসুস্থ শ’খানেক ছাত্রী]

৯৫২ জনের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃত করে চাকরি দেওয়া অভিযোগ ওঠে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে প্রথমে মামলা ওঠে। সিবিআই তদন্ত-সহ একাধিক নির্দেশও দেন বিচারপতি। পরে ওই মামলাটি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চে স্থানান্তরিত হয়। বিচারপতি বসু স্কুল সার্ভিস কমিশনকে ৮০৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করে বরখাস্ত করার নির্দেশ দেন। এরপর চাকরিপ্রার্থীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। তবে এখনও রায়দান স্থগিত রয়েছে।

[আরও পড়ুন: ‘কাক এঁকে ১০ লাখ, কোকিল আঁকুন ৩০ লাখ পাবেন’, শুভাপ্রসন্নকে খোঁচা কুণাল ঘোষের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement