shono
Advertisement

কচুরি বিক্রেতার বার্ষিক আয় ৬০ লক্ষ! জিএসটি না থাকায় ধরানো হল আয়কর নোটিস

জিএসটি সম্পর্কে কিছুই জানেন না, বলছেন বিক্রেতা৷ The post কচুরি বিক্রেতার বার্ষিক আয় ৬০ লক্ষ! জিএসটি না থাকায় ধরানো হল আয়কর নোটিস appeared first on Sangbad Pratidin.
Posted: 05:24 PM Jun 25, 2019Updated: 07:55 PM Jun 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কচুরি বিক্রি করে দিন চলে৷ বলা ভাল, কচুরি বিক্রি করেই লাখপতি৷ এমন এক ধনী ব্যবসায়ী, অথচ তাঁর জিএসটি রেজিস্ট্রেশনই নেই৷ এবার উত্তরপ্রদেশের সেই ব্যবসায়ীকে নোটিস পাঠাল আয়কর বিভাগ৷

Advertisement

[আরও পড়ুন: অর্থাভাবে ধুঁকছে বিএসএনএল, কর্মীদের বেতন দিতে কেন্দ্রের কাছে সাহায্যের আর্তি]

আলিগড়ের একটি সিনেমা হলের পাশে কচুরি বিক্রি করেন মুকেশ নামে এক ব্যবসায়ী৷ রোজ তাঁর দোকানে ভিড় জমান হাজার হাজার ক্রেতা৷ সেই ভিড় কিছুতেই কমে না৷ কচুরি আর সিঙাড়াতেই ‘মুকেশ কচুরি শপ’ একেবারে জমজমাট৷ কত হতে পারে তাঁর আয়? গোপন সূত্রে জানা গিয়েছে, এভাবেই মুকেশ লাখ টাকা আয় করে ফেলেছেন৷ এনিয়ে জনৈক ব্যক্তি আয়কর বিভাগে অভিযোগ দায়ের করেন৷ আর তাতেই সব ফাঁস হয়ে যায়৷ জানা যায়, শুধুমাত্র কচুরি আর সিঙাড়া বিক্রি করেই মুকেশ বছরে ৬০ লক্ষ থেকে ১ কোটি টাকা৷ এই খবর প্রকাশ্যে আসতেই আয়কর বিভাগ নোটিস পাঠায় কচুরি বিক্রেতাকে৷   

এসব দেখে থ বনে গেছেন মুকেশ৷ তিনি বলছেন, ‘আমি তো এসবের কিছুই জানি না৷ ১২ বছর ধরে দোকান চালাচ্ছি৷ কেউ তো বলেনি যে এসব জিএসটি বা রেজিস্ট্রেশন করাতে হবে৷ আমরা সাদামাটা মানুষ, কচুরি, সিঙাড়া বিক্রি করি দিন চালানোর জন্য৷’ স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর এক আধিকারিকের কথায়, ‘আমরা বিষয়টার তদন্ত করছি৷ মুকেশ আমাদের সমস্ত হিসেবনিকেশ দিয়েছেন৷ কাঁচামাল, তেল, সিলিন্ডার-সহ কোথায় কী খরচ হয়, সব জানিয়েছেন৷’

[আরও পড়ুন: ধর্ষক রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়ার সুপারিশ হরিয়ানা সরকারের]

বার্ষিক ৪০ লক্ষের বেশি আয় হলে, কোনও ব্যবসায়ীকে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক৷ ৫ শতাংশ করও দিতে হয়৷ আয়কর কর্তাদের কাছে এসব জেনে মুকেশের হুঁশ ফিরেছে৷ তিনি একবছরের সমস্ত কর দিয়ে দিয়েছেন বলে আয়কর বিভাগ সূত্রে খবর৷ মুকেশের কাহিনি প্রকাশিত হওয়ার পর থেকেই অনেকে বলছেন, এই হল জিএসটি-র হ্যাপা৷ ২ বছর পরও অনেক ব্যবসায়ীর ধারণা হল না, কী নিয়ম আছে কী নেই৷

The post কচুরি বিক্রেতার বার্ষিক আয় ৬০ লক্ষ! জিএসটি না থাকায় ধরানো হল আয়কর নোটিস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement