সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে শাসক তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাতের পারদ ক্রমশ চড়ছে৷ এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়ালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়৷ শনিবার, কলকাতায় দলের রাজ্য দফতরে বসে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়৷ কিন্তু পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশ সমস্যা, মালদহ সীমান্ত দিয়ে ঢুকছে জাল নোট, দেশ বিরোধী কার্যকলাপ–এসব রুখতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতেই পারে৷”
[উজবেকিস্তানকে হারিয়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে-অফে ভারত]
একইসঙ্গে তাঁর অভিযোগ, রাজ্য প্রশাসনের আধিকারিকরা তৃণমূলের হয়ে কাজ করছে৷ আবার তৃণমূল কর্মীদের হাতে তৃণমূল কর্মী খুন হচ্ছে৷ অস্ত্র মিছিল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিত্ সিং শুক্রবার মালদহে উল্টো সুরে কথা বলেছিলেন৷ তাঁর সঙ্গে রাজ্য বিজেপি যে একমত নন, এদিন বুঝিয়ে দিয়েছেন দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷ রাহুলবাবুর কথায়, “কেন্দ্রীয় নেতারা কী বলছেন জানি না৷ অন্যান্যবারও এরকম মিছিল হয়৷ এর মধ্যে দোষের কিছু নেই৷” কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য, অন্য সম্প্রদায় তরোয়াল নিয়ে মিছিল করে৷ তখন সরকার চোখ বুজে থাকে৷ রামনবমীতে তরোয়াল নিয়ে বেরলেই যত দোষ৷ রাজ্য সরকার পক্ষপাতমূলক আচরণ করছে৷
[‘কালা জাদু’ করার অভিযোগে জ্যান্ত পুড়িয়ে মারা হল দম্পতিকে]
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বলেন, “রামনবমী ভারতীয় সংস্কৃতির অঙ্গ৷ কোনও আইন ভাঙা হয়নি৷” বারাকপুরের কর্মসূচিতে গিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপিকে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন৷ তাই বিজেপির জন্য আইন করা হচ্ছে৷ অন্যদিকে, হাবড়ায় হিন্দু জাগরণ মঞ্চ আয়োজিত রামনবমীর একটি মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷
[খুব কাছ থেকে বেরিয়ে গেল ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন মহিলা]
The post দেশবিরোধী কার্যকলাপে কেন্দ্রীয় হস্তক্ষেপের হুঁশিয়ারি দিলেন কৈলাস বিজয়বর্গীয় appeared first on Sangbad Pratidin.