শেখর চন্দ্র, আসানসোল: পুজোর আগের রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আসানসোলের ৩০ ফুটের কালীপ্রতিমা। মনখারাপ প্রতিমা শিল্পী থেকে পুজো উদ্যোক্তা সকলের। মন ভালো নেই স্থানীয়দের। কীভাবে প্রতিমা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, ঘূর্ণিঝড় 'ডানা'র জেরে ঝড়বৃষ্টির ফলে ঠিকমতো শুকোয়নি প্রতিমা। তার ফলে এই বিপত্তি। তবে অন্য প্রতিমা এনে পুজো এবং মেলাও হবে জানান পুজো উদ্যোক্তা তাপস ঘোষ।
আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের পুজো বহু বছরের পুরনো। প্রতিবারই তাদের মূল আকর্ষণ ৩০ ফুটের কালী প্রতিমা। আসানসোল ছাড়াও বহু মানুষ কালীপুজো এই পুজো মণ্ডপে বড় প্রতিমা দেখতে ভিড় জমান। এছাড়া ওই পুজোকে কেন্দ্র করে খেলার মাঠে মেলার আয়োজনও করা হয়। কালীপুজো এবং মেলাকে কেন্দ্র করে সাতদিন ধরে জমজমাট হয়ে থাকে গোপালনগর। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
কিন্তু পুজোর ঠিক একদিন আগে বিপত্তি। আচমকা কালী প্রতিমা ভেঙে পড়ায় জোর শোরগোল। রীতিমতো হতাশ ক্লাব সদস্য থেকে স্থানীয়রা সকলেই। চলতি বছর আর ৩০ ফুটের কালী প্রতিমা দেখার সুযোগ পাবেন না কেউ। তবে পুজো উদ্যোক্তা তাপস ঘোষ আশ্বস্ত করেন, অন্য প্রতিমা এনে পুজো হবে। বসবে মেলা। এবং প্রতিবারের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।