অর্ণব আইচ: মৃত বিজেপি কর্মীর (BJP) দেহ নিয়ে বিক্ষোভের জের। নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) -সহ একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ (Kalighat Police Station)। এদিকে তিন বিজেপি সাংসদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তুলে ডিসি সাউথের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বুধবারই নার্সিংহোমে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মগরাহাটের বিজেপি নেতা মানস সাহার। অভিযোগ, গত ৩ মে ভোটের ফলাফল প্রকাশের পর তাঁর উপর হামলা হয়। মাথায় আঘাত নিয়ে তিনি হাসপাতালে ভরতি ছিলেন। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও অসুস্থ হওয়ায় দিনকয়েক আগে ফের হাসপাতালে ভরতি হন। বুধবার তাঁর মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য ছিল। এদিন মানস সাহার দেহ প্রথমে আনা হয় কলকাতায় বিজেপির অফিসে। সেখান থেকে বিজেপি নেতারা তাঁর মৃতদেহ নিয়ে মিছিলের পরিকল্পনা করেন।
[আরও পড়ুন: সিপিএমের ছাত্র সংগঠনের সদস্য কমল আডা়ই লক্ষ! আলিমুদ্দিনকেই দায়ী করল ছাত্র নেতৃত্ব]
বৃহস্পতিবার সন্ধে নাগাদ মানস সাহার মৃতদেহ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতেই তা আটকায় পুলিশ। বিজেপি নেতাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অর্জুন সিং (Arjun Singh) , জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অনেক নেতাই বিক্ষোভে শামিল হন।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাড়ির এলাকা অর্থাৎ হাই সিকিউরিটি জোনের নিরাপত্তা বজায় রাখা কার্যত কঠিন হয়ে ওঠে। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। ওই বিক্ষোভের নেতৃত্বে থাকায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, জ্যোতির্ময় সিং মাহাতো, অর্জুন সিং ও বেশ কয়েকজন বিজেপি কর্মীর নাম। তবে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্য বিজেপি সভাপতি।