সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "আমি ভারতীয়, দুর্নীতি দূর করতে বার বার মাঠে নামব...", 'ইন্ডিয়ান ২' ছবির ঝলকেই হুঁশিয়ারি দিয়েছিলেন কমল হাসান। এবার সেই সিনেমার প্রচারে গিয়েও তাঁর ঝাঁজালো 'নেতা' সত্ত্বার বহিঃপ্রকাশ। দ্রাবিড়ভূমের মেগাস্টার সাফ বললেন, 'ওই বিভাজন নীতি আর চলবে না...।'
শনিবার সন্ধেয় চেন্নাইতে 'ইন্ডিয়ান ২' সিনেমার প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেগাস্টার কমল হাসান। সেখানেই বর্তমান ভারতের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে মুখ খোলেন তিনি। কমল বলেন, ব্রিটিশদের মতো ওই প্রাচীন বিভাজন নীতি এখন আর কাজ করবে না। ব্রিটিশরা তো ব্যর্থ হয়ে ভারত ছেড়ে চলে গিয়েছিল। তবে নিজের দেশেই কেউ যদি সেই বিভাজন নীতি প্রথা চালান, তাহলে মনে রাখবেন, আপনাদের কিন্তু পালানোর আর কোনও জায়গা নেই। গত এপ্রিল মাসেই ভোটপ্রচার করতে গিয়ে মাক্কাল নিধি মাইয়াম দলের সুপ্রিমো কমল হাসান সিএএ- নিয়ে বিজেপির উদ্দেশে তোপ দেগেছিলেন। শুধু তাই নয়, ভোটপ্রচারের ময়দানে সোজাসুজি হুঙ্কারও ছেড়েছিলেন, "মোদি হঠাও, দেশ বাঁচাও। বিজেপিকে আর সুযোগ দেবেন না। এঁরা গণতন্ত্র বিরোধী। তাই দেশে গণতন্ত্র বজায় রাখতে বিজেপিকে আর সুযোগ দেওয়া উচিত নয়। এরা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে দেশ আবার গণতান্ত্রিক আদর্শ থেকে বঞ্চিত হবে।" 'ইন্ডিয়ান ২' সিনেমার প্রচার অনুষ্ঠানের বক্তব্যে সরাসরি গেরুয়া শিবিরের কথা উল্লেখ না করলেও, কমল হাসান তাঁর মন্তব্যের নিশানা যে তাঁরাই, সেটার ইঙ্গিতও মিলেছে।
[আরও পড়ুন: সানার পছন্দেই সিলমোহর, বায়োপিকে ডোনার ভূমিকায় তৃপ্তি দিমরি! জানালেন খোদ সৌরভ]
এরপরই মেগাস্টারের সংযোজন, "আমার পরিচিতি হচ্ছে, আমি আগে একজন তামিলিয়ান, তার পর ভারতবাসী। একজন তামিলিয়ান জানেন, কখন মাথা ঠান্ডা রাখতে হয়, আর কখন অ্যাকশনে নামতে হয়। এর আগে অনেক কথা বলে আমি সমস্যায় পড়েছি। তবে এখন আর সেসব নিয়ে মাথা ঘামাই না। কেন এরকম একটা দিন আসবে না, যখন একজন তামিলিয়ান গোটা দেশকে শাসন করবে? আপনারা ভাবুন একবার। আমরা যদি মহিলা প্রধানমন্ত্রী দিতে পারি দেশকে, তাহলে এটা কেন নয়?" সিনেমার প্রচারেই প্রশ্ন ছুঁড়ে দিলেন কমল হাসান।