সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমীক্ষায় দেখা গিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা হ্যারিস। এবার দেখা যাচ্ছে, তহবিল সংগ্রহেও রিপাবলিকান প্রার্থীকে টপকে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক। এখনও পর্যন্ত তাঁর প্রচার তহবিলে ৪০ কোটি ৪০ লক্ষ ডলার উঠেছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা। সেখানে ট্রাম্পের তহবিলে উঠেছে মাত্র ২৯ কোটি ৫০ লক্ষ ডলার। অর্থাৎ প্রায় আড়াই হাজার কোটি টাকা।
জো বাইডেনের পরিবর্তে প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন কমলা হ্যারিস। খবরটা ছড়ানোর সময় থেকেই হারানো জমি যেন ফিরে পাচ্ছে ডেমোক্র্যাটরা। মার্কিন নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থী ১০০ কোটি ডলার পর্যন্ত খরচ করতে পারেন। যা ভারতীয় অঙ্কে ৮৪০০ কোটি টাকার মতো। দেখা গিয়েছে, বাইডেনের পরিবর্তে কমলা প্রার্থী হতেই অনুদান বেড়েছে লাফিয়ে। গত আগস্টের হিসেবে গত আগস্টের পরিসংখ্যানেই কমলার তহবিলের সংগ্রহ ট্রাম্পের দলের প্রায় তিন গুণ। যেখানে কমলার তহবিলে সংগ্র হয়েছে ৩৬ কোটি ১০ লক্ষ ডলার। সেখানে রিপাবলিকানদের সংগ্রহ ১৩ কোটি ডলার।
[আরও পড়ুন: যৌন হেনস্তা করেছে ভাইপো, অভিযোগ করতেই মহিলার মাথা কামিয়ে মার যোগীরাজ্যে]
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এখন থেকেই জল্পনা তুঙ্গে। গত মাসের শেষদিকেই আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন কমলা হ্যারিস। যদিও ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসাবে আগেই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর নাম। নির্বাচনে জো বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করে ডেমোক্র্যাটরা। কিন্তু ৮১ বছর বয়সি নেতা কি আগামী চার বছর ধরে আমেরিকাকে পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম? মার্কিন রাজনীতিতে সেই প্রশ্ন ছিলই। এহেন পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য কোভিড আক্রান্ত হন বাইডেন। তার পরেই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা নির্বাচন থেকে সরে আসার কথা ঘোষণা করেন। নিজের উত্তরসূরি হিসাবে বার বার কমলা হ্যারিসের নাম জানিয়েছিলেন বাইডেন। সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে কমলা পিছনে ফেলে দিচ্ছেন ট্রাম্পকে। ভোটের ফলেও সেটাই হয় কিনা তা জানতে অবশ্য মাসদুয়েক অপেক্ষা করতে হবে।