shono
Advertisement

Breaking News

রামরাজ্যেই প্রার্থী 'রাম' অরুণ গোভিল, বিজেপির টিকিটে লড়বেন কঙ্গনাও

Published By: Sandipta BhanjaPosted: 09:23 PM Mar 24, 2024Updated: 10:37 PM Mar 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বিজেপি টিকিট দিলে লোকসভা ভোটে লড়তে চাই’, খোলাখুলি ঘোষণা করেছিলেন কঙ্গনা রানাউত। আর জন্মদিনের পরের দিনই পেয়ে গেলেন উপহার। নিজের জন্মভূমি হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন বলিউড অভিনেত্রী।

Advertisement

হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান বলে বছর দুয়েক আগেই এক সাক্ষাৎকারে ইচ্ছেপ্রকাশ করেছিলেন কঙ্গনা। সেই ইচ্ছাই পূরণ হল এবার। বরাবর বিজেপির হয়ে সুর চড়ান তিনি। এবার গেরুয়া শিবিরের টিকিটে সরাসরি নির্বাচনী ময়দানে বলিউডের 'ক্য়ুইন'। বক্স অফিসে একের পর ফ্লপ কঙ্গনার বলিউড কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তারই মধ্যে এবার সক্রিয়ভাবে রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন অভিনেত্রী।

এদিকে রামরাজ্যেই প্রার্থী হলেন খোদ ‘রাম’। অভিনেতা অরুণ গোভিলকে মীরাট কেন্দ্র থেকে টিকিট দিল বিজেপি। সম্ভাব্য তালিকায় আগেভাগেই দুই তারকার নাম ছিল। রবিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই সেই জল্পনায় সিলমোহর পড়ল।

[আরও পড়ুন: তিরুপতিতে কঠিন মানত ‘সংস্কারি’ জাহ্নবীর! হাঁটুতে ভর দিয়েই সিঁড়ি ভাঙলেন, দেখুন ভিডিও]

উত্তরপ্রদেশের মীরাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন টেলিপর্দার রাম, সেই জল্পনা দিন কয়েক ধরেই চলছিল। বিজেপি ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুড়েছে যে, উত্তরপ্রদেশে ৮০টি আসনই তাঁদের হবে। আর সেই প্রেক্ষিতেই ভোটবাক্স ভারী করতে জনপ্রিয় তারকামুখকে মীরাট থেকে প্রার্থী করল বিজেপি। রাজেন্দ্র আগরওয়ালের পরিবর্তে অরুণ গোভিল টিকিট পেলেন এবার।

আটের দশকে রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ টেলিপর্দায় রাম চরিত্রে অভিনয় করেন অরুণ গোভিল। তার পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক সিনেমা, ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তবে রাম অবতারেই এখনও দর্শকদের মনে তাঁর উজ্জ্বল উপস্থিতি। ভোট বৈতরণী পেরতে সেই অভিনেতাকেই এগিয়ে দিল বিজেপি। গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বছর খানেক আগেই। এবার প্রার্থী হিসেবেও তিনি জনসাধারণের মন জয় করতে পারেন কি না, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement