সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির অপেক্ষায় ‘তেজস’। এর মধ্যেই ‘এমার্জেন্সি’ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। নিজের সাধের ছবির মুক্তির তারিখ পিছিয়ে দিলেন অভিনেত্রী-পরিচালক। ‘X’ সাইটে বিবৃতি দিয়ে জানালেন একথা।
অনুরাগীদের নিজের বন্ধু হিসেবে সম্বোধন করে কঙ্গনা লেখেন, “আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। একজন শিল্পী হিসেবে আমার সারা জীবনের শিক্ষা আর অর্থ দিয়ে তৈরি ‘এমার্জেন্সি’। এটা শুধু মাত্র একটা ছবি নয়, ব্যক্তি হিসেবে আমার মূল্যবোধের পরীক্ষা। ছবির টিজার আর অন্যান্য বিষয়গুলি যেভাবে রেসপন্স পেয়েছে তাতে আমরা সবাই উদ্বুদ্ধ। আমি কৃতজ্ঞ, আর যেখানেই যাই মানুষজন ‘এমার্জেন্সি’র রিলিজ ডেট জানতে চান।”
[আরও পড়ুন: গীতিকার মোদির প্রশংসায় পঞ্চমুখ অক্ষয়, ‘এবার কোথায় যাই?’ ঠাট্টার ছলে প্রশ্ন ‘খিলাড়ি’র ]
এরপরই আবার কঙ্গনা লেখেন, “২৪ নভেম্বর ‘এমার্জেন্সি’র রিলিজ ডেট হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমার অন্যান্য ছবির মুক্তির তারিখ পরপর পালটাতে থাকায় ‘এমার্জেন্সি’র মুক্তিও পিছিয়ে ২০২৪ সালে করতে হল। নতুন মুক্তির তারিখ খুব শিগগিরিই জানিয়ে দেওয়া হবে। পাশে থাকবেন, আপনাদের কৌতূহল, উৎসাহ, উচ্ছ্বাস আমাদের কাছে অনেক।”
‘এমার্জেন্সি’র প্রথম ঝলকেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে সাড়া ফেলেছিলেন কঙ্গনা। শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে অভিনেত্রী হয়েছেন ‘এমার্জেন্সি’র পরিচালক। তিনিই প্রযোজনা আর গল্পের দায়িত্ব নিয়ে নিয়েছেন।