সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে কানাডার জনপ্রিয় গায়ক শুভনীত সিং ওরফে শুভ (Singer Shubh)। এবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার ঘটনা সমর্থনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও শেয়ার করে শুভকে একহাত নিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
‘বালা’ নামের ‘X’ প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যাতে শুভকে কনসার্টের মাঝে একটি হুডি দর্শকদের সামনে তুলে ধরতে দেখা গিয়েছে। অভিযোগ, এই হুডিতেই পাঞ্জাবের মানচিত্রের মধ্যে ইন্দিরা গান্ধীর মৃত্যুর দৃশ্য আঁকা রয়েছে। এতেই ক্ষিপ্ত কঙ্গনা।
অভিনেত্রী নিজে ‘এমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন। শুভের ভিডিও শেয়ার করে লেখেন, “যাদের নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত করেছিলেন তারাই কাপুরুষের মতো একজন বয়স্ক মহিলাকে খুন করেছেন। যখন কেউ বিশ্বাস করে সুরক্ষার ভার দিয়েছিল তা সুযোগ হিসেবে নিয়ে তাকেই খুন করা হয়েছিল, এটা সাহসের নয় অত্যন্ত লজ্জার কাজ। গণতন্ত্রের নেত্রী হিসেবে যাঁকে বেছে নেওয়া হয়েছিল তাঁর উপরে এই কাপুরুষোচিত হামলাকে মহিমান্বিত করার কিছু নেই শুভ। লজ্জা!”
[আরও পড়ুন: ‘এক রাতেই সব পালটে যায়…’, সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা]
প্রসঙ্গত, এর আগে সোশাল মিডিয়ায় ভারতের একটি বিকৃত মানচিত্র শেয়ার করে রীতিমতো বিপাকে পড়েছিলেন শুভ। বিতর্কের জেরে তার ভারত সফর বাতিল করা হয়। যা ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। সফর বাতিল হওয়ার পর দুঃখ প্রকাশ করে শুভ লিখেছিলেন, “পাঞ্জাব থেকে উড়ে এসে কানাডায় বসবাস ইয়ং গায়ক হিসেবে। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের স্বপ্নপূরণ করেছি। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনা আমার কঠিন পরিশ্রমকে আঘাত করেছে। জানি না এই পোস্টের মধ্যে আমার সঠিক আবেগ সবার কাছে পৌঁছে দিতে পারব কিনা। তবুও বলতে চাই, ভারত সফর বাতিল হওয়ায় আমার হৃদয় ভেঙে গিয়েছে।”
এর পরই আবার তিনি লিখেছিলেন, “আমার জন্ম ভারতে হয়েছে। পাঞ্জাবই আমার জন্মস্থান। যেখানে আমার গুরু রয়েছে, আমার পূর্বপুরুষরা রয়েছেন। যাঁরা দেশের স্বাধীনতার লড়াইয়ে অংশ নিয়েছেন। পাঞ্জাবিরা দেশকে কতটা ভালোবাসে তা ইতিহাসের পাতায় রয়েছে। আমি তাঁদেরই একজন। পাঞ্জাবিদের রক্তেই রয়েছে দেশভক্তি। তাই প্রত্যেক পাঞ্জাবি মানেই দেশদ্রোহী নয়। সবাইকে আমার অনুরোধ, এরকম ঘৃণার জগত তৈরি করবেন না।”