shono
Advertisement

Breaking News

‘গুত্থি’ কি থাকছেন? কী জানালেন কপিল শর্মা?

অবশেষে ঝামেলা নিয়ে মুখ খুললেন কপিল৷ The post ‘গুত্থি’ কি থাকছেন? কী জানালেন কপিল শর্মা? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:15 PM Mar 20, 2017Updated: 06:45 AM Mar 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মানুষের মুখে হাসি নিয়ে আসেন আনায়াসেই৷ কিন্তু শো নিয়ে গুজব ঠেকাতে বেশ হিমশিম খেতে হচ্ছে কপিল শর্মাকে৷ বিশেষ করে সেই গুজব যদি তাঁকে এবং সুনীল গ্রোভারকে নিয়ে হয়৷ এবারে অবশ্য খবরটি গুজব নয়৷ হ্যাঁ, সত্যিই ঝামেলা হয়েছিল কপিল ও তাঁর ‘গুত্থি’র মধ্যে৷ ফেসবুকে সেকথা স্বীকার করে নিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান৷

Advertisement

[উন্নয়নে কোনও পক্ষপাত হবে না, জানালেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ]

নিজের স্ট্যাটাসে কপিল লিখেছেন, সুনীলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি৷ প্রকাশ্যেই এই ঘটনা ঘটেছিল৷ কিন্তু গত পাঁচ বছরে নাকি এই প্রথম তাঁদের মধ্যে ঝামেলা হয়েছে৷ পরিবারের থেকে বেশি সময় তিনি শোয়ের সহকর্মীদের সঙ্গে কাটান৷ সেখানে একটু-আধটু ঝামেলা হতেই পারে৷ সুনীলকে তিনি অভিনেতা ও ব্যক্তি হিসেবে সম্মান করেন৷ নিজেদের ঝামেলা নিজেরাই মিটিয়ে নেবেন৷ এটা যে তাঁদের ব্যক্তিগত বিষয়, সে কথাও জানিয়েছেন কপিল৷

[মিশে যাচ্ছে Idea ও Vodafone, তৈরি হবে দেশের বৃহত্তম নেটওয়ার্ক]

তবে এই ঝামেলা নিয়ে মিডিয়ার ভূমিকায় বেশ ক্ষুব্ধ অভিনেতা৷ সংবাদমাধ্যমকে কটাক্ষ করে কপিলের উক্তি, দেশের নিরাপত্তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তাঁর ও সুনীলের ঝামেলা নিশ্চয়ই নয়! কপিলের এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের মধ্যে৷ বেশিরভাগই ‘দ্য কপিল শর্মা শো’-এ ড. মশুর গুলাটি ওরফে সুনীলে গ্রোভারের পক্ষ নিয়েছেন৷ কেউ কেউ আবার সুনীলের কাছে তাঁকে ক্ষমা চাওয়ারও পরামর্শ দিয়েছেন৷ আর সবশেষে কপিল সবাইকে পরামর্শ দিয়েছেন মুখের হাসি বজায় রাখতে৷

[কিম জং উনের ব্যবহার খুব বাজে : ডোনাল্ড ট্রাম্প]

The post ‘গুত্থি’ কি থাকছেন? কী জানালেন কপিল শর্মা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement