সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেদিন থেকে ‘কফি উইথ করণে’ এসে বলিউডে নেপোটিজম নিয়ে করণকে একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাউত, সেদিন থেকেই যেন বলিউডে কঙ্গনা ও করণের সম্পর্ক উত্তর মেরু ও দক্ষিণ মেরু। যখনই সুযোগ পান তখনই কঙ্গনা করণের টুঁটি টিপে ধরেন, অন্যদিকে করণও কিন্তু ছাড়েননি কঙ্গনাকে। তবে এবার বুঝি সম্পর্কের বরফ গলতে চলল। অন্তত, করণের কথা শুনে তো এমনটাই মনে হচ্ছে।
ব্যাপারটা হল, সম্প্রতি এক সাক্ষাৎকারে করণের মুখে কঙ্গনার প্রশংসা। শুধু তাই নয়, কঙ্গনার প্রসঙ্গ টেনে বলিউডের বহু অভিনেত্রীর প্রশংসা করেন করণ। তবে যেভাবে কঙ্গনা প্রযোজনা সামলে, অভিনয় করছেন, তা নিয়ে বেশ উৎসাহি। এই সাক্ষাৎকারে ‘ও মাই গড ২’, ‘গদর ২’ -এর ব্যবসায় খুশির কথাও জানান করণ। তবে কঙ্গনার প্রসঙ্গ আসতেই করণ স্পষ্ট জানান, অনেক ছবি দেখার জন্য়ই অধীর আগ্রহে বসে আছি। যার মধ্য়ে কঙ্গনার এমার্জেন্সি সবার উপরে। ছবিতে কঙ্গনার লুক দারুণ।
[আরও পড়ুন: আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী, তারার নামকরণ হল অভিনেত্রীর নামে]
বিতর্ক একপাশে থাকুক। অভিনয়ে যে কঙ্গনা এখনও বাজিমাত করতে পারে তাঁর সমসাময়িকদের। তা ফের প্রমাণ করলেন কঙ্গনা । নতুন ছবি ‘এমার্জেন্সি’র প্রথম লুক প্রকাশ্যে আসতেই ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাউত (Kanagana Ranaut)। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুক কঙ্গনা সবার নজর কেড়ে নিলেন।
মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে কঙ্গনাই এই ‘এমার্জেন্সি’র পরিচালক।