সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই করিনা কাপুর সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন। নিজেকে সময়ের সঙ্গে এগিয়েও রাখেন। আর তিনি চান, তাঁর দুই সন্তান তৈমুর ও জে-এর চিন্তাভাবনাতেও যেন প্রকাশ পায় এই উন্নতধারা। আর তাই তো তৈমুর ও জের সঙ্গে সমকাম নিয়েও আলোচনা করেন করিনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন করিনা কাপুর খান। তাঁর কথায়, ”কখনও যদি এমন পরিস্থিতি হয় যে তাঁরা কোনও সমকামি সম্পর্কের কথা জানতে পারে, তাহলে আমার দুই সন্তানকে খোলাখুলি বলব, ওরা ভালোবাসায় রয়েছে। আর তাই একসঙ্গে থাকার পরিকল্পনা করেছে।”
সিনেমা, সংসার, নবাব পরিবার। তার উপর দুই বাচ্চার মা। নানা কারণে করিনা বিতর্কে থাকলেও, খুব একটা গুঞ্জন নিয়ে মুখ খোলেন না। বিশেষ করে সেই গুঞ্জন যদি হয় স্বামী সইফ, দুই ছেলেকে নিয়ে তাহলে তো একেবারেই পাত্তা দেন না করিনা। তবে এবার বহু বছর আগের এক বিতর্ক নিয়ে মুখ খুললেন করিনা। করিনার প্রথম ছেলে তৈমুরের নামকরণের পর গোটা দেশ জুড়ে যেভাবে সমালোচনা শুরু হয়েছিল তা সত্য়িই কল্পনা করতে পারেননি করিনা ও সইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো কাসুন্দিই ঘাটলেন করিনা।
[আরও পড়ুন: ‘মদের গ্লাস ধরতে জানেন না মোদি’! কটাক্ষ শুরু হতেই ময়দানে কোমর বেঁধে ‘রণংদেহি’ কঙ্গনা]
করিনার কথায়, শিশুকে নিয়ে যে এমন হতে পারে, তা আমরা কল্পনাও করিনি। তবে আমরা চুপ ছিলাম। কারণ, আমরা জানতাম যে ভুল করছি না। আমাদের যেটা পছন্দ, সেটাই করছি।
করিনা আরও জানান, ”আমার ছেলের নাম তৈমুর লঙের নামে নয়। সইফের ছোটবেলার এক বন্ধুর নাম থেকে নেওয়া। সইফ বলেছিল এই নামটা তাঁর প্রিয়। তাই সেই নামটাই আমরা প্রথম সন্তানের জন্য় রেখেছি।”
২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। বিয়ের চার বছর পর ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাঁর কোল আলো করে আসে এক ফুটফুটে পুত্রসন্তান৷ তৈমুরের জন্ম দেন করিনা।
[আরও পড়ুন: বাংলাদেশের ছবি থেকে ‘জওয়ান’-এর অ্যাকশন টোকা! বিতর্ক উসকে দিলেন ওপার বাংলার অভিনেত্রী]