সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ মে কর্ণাটকে (Karnataka) বিধানসভা নির্বাচন। ভোটপ্রচারে সরগরম দক্ষিণের রাজ্য। গত কয়েক মাসে সেখানে জাতপাতের রাজনীতি চরমে উঠেছে। ক’দিন আগেই ওবিসি মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করেছিল কর্ণাটকের বিজেপি (BJP) সরকার। মঙ্গলবার সেই সিদ্ধান্ত কার্যকরের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী ৯ মে পর্যন্ত ওবিসি মুসলিমদের জন্য সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। ভোটের আগেভাগে শীর্ষ আদালতের নির্দেশে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল।
গত ২৫ মার্চ কর্ণাটকের বিজেপি সরকার ঘোষণা করে, রাজ্যে ওবিসি মুসলিমদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে যে ৪ শতাংশ আসন এতকাল সংরক্ষিত থাকত, তা তুলে দেওয়া হল। এই সংরক্ষণ এবার পাবেন দুই সম্প্রদায় ভোক্কালিগা ও লিঙ্গায়তরা। আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য যে ১০ শতাংশ সংরক্ষণ থাকে, মুসলিমদের সংরক্ষণকে তার অন্তর্গত করা হয়েছে। ভোক্কালিগাদের জন্য ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হল সংরক্ষণ। পঞ্চমাসালি, লিঙ্গায়তদের জন্যও সংরক্ষণ বাড়ল একই হারে। পাশাপাশি তফসিলিদের জন্য সংরক্ষণ ১৫ শতাংশ থেকে বেড়ে হল ১৭ শতাংশ। শিডিউল ট্রাইবের জন্য ৩ থেকে ৭ শতাংশ হল সংরক্ষণ। ভোটের আগে মুসলিমদের সংরক্ষণ বাতিল করায় সমালোচনায় সরব হয় বিরোধীরা। অন্যদিকে রাজ্য সফরে এসে এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
[আরও পড়ুন: ‘কেন্দ্র-রাজ্য সমন্বয়ে নজির গড়ুক কেরল’, উন্নয়নের ক্ষেত্রে মোদিকে সহযোগিতার বার্তা বিজয়নের]
যদিও সুপ্রিম কোর্টে মুখ পুড়ল গেরুয়া শিবিরের। আগেই কর্ণাটকের বিজেপি সরকারে সিদ্ধান্তের সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি কেএম জোসেফ এবং বিচারপতি বিভি নাগারত্না ১৩ এপ্রিলের শুনানিতে মন্তব্য করেছিলেন, “ভুল ধারনার ভিত্তিতে” মুসিলমদের সংরক্ষণ বাতিল করছে কর্ণাটক সরকার। রাজ্যের হয়ে শীর্ষ আদালতে এই মামলা লড়ছেন আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি মঙ্গলবার ব্যস্ততার কারণ দর্শিয়ে মামলা পিছোনোর আবেদন করেন। এরপরই দুই বিচারপতি শুনানি পিছিয়ে আগামী ৯ মে পর্যন্ত ওবিসি মুসলিমদের জন্য সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত কার্যকরের উপর স্থগিতাদেশ জারি করেন।
[আরও পড়ুন: সুইমিংপুলে সাঁতার কাটছিলেন বৃদ্ধ, আচমকা ঘাড়ের উপর যুবকের লাফ, আঘাতে জলেই মৃত্যু]
প্রসঙ্গত, এদিনই তেলেঙ্গানাতে (Telengana) ভোটপ্রচারে গিয়ে অমিত শাহ ঘোষণা করেন, কর্ণাটকের মতোই সেখানেও ক্ষমতায় এলে মুসলিমদের সংরক্ষণ বাতিল করা হবে। শাহের এহেন মন্তব্যের পালটা দিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, “আসলে মুসলিম বিরোধিতা ছাড়া তেলেঙ্গানার জন্য আর কোনও পরিকল্পনা নেই বিজেপির।”