shono
Advertisement

অযোধ্যায় মসজিদের দাবিতে সুর চড়ালেন কংগ্রেসের এই মন্ত্রী

মন্দির ইস্যুতে আরও চড়ল বিতর্কের পারদ৷ The post অযোধ্যায় মসজিদের দাবিতে সুর চড়ালেন কংগ্রেসের এই মন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 10:10 AM Nov 11, 2018Updated: 10:10 AM Nov 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ও উনিশের লোকসভা নির্বাচনের আগে আবারও জাতীয় রাজনীতির হট টপিক রাম মন্দির৷ অযোধ্যায় মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বেকায়দায় কেন্দ্র৷ ঘরে-বাইরে উভয় সঙ্কটের মধ্যে মোদি-শাহ জুটি এখন কী করে, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷ এমন সরগরম পরিস্থিতিতে মন্দির ইস্যুর উত্তাপ আরও বাড়িয়ে এবার মসজিদেরও দাবি জানালেন কর্ণাটকের কংগ্রেস মন্ত্রী জামির আহমেদ খান৷ সংখ্যালঘু সম্প্রদায়ের এই মন্ত্রীর দাবি, শুধু মন্দির নয়, অযোধ্যার বিতর্কিত জমিতে মসজিদও তৈরি করা হোক৷

Advertisement

[চলন্ত ট্রেনে ধূমপানে আপত্তি, অন্তঃসত্ত্বাকে গলা টিপে খুন সহযাত্রীর]

গত বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে কর্ণাটকের ক্ষমতায় ফিরেছে জেডিএস ৷ শাসকদলের জোটসঙ্গী কংগ্রেস৷  রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী করা হয়েছে কংগ্রেস নেতা জামির আহমেদ খানকে৷ শনিবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ সেখানেই রাম মন্দির ইস্যুতে বলতে গিয়ে মসজিদের প্রসঙ্গ টেনে আনেন৷ বিতর্ক উসকে দিয়ে বলেন, “কেবল কর্ণাটক কেন, সমগ্র দেশের কোনও মুসলিমই রাম মন্দিরের বিরোধিতা করছে না৷ কিন্তু মন্দিরের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া মসজিদও নির্মাণ করা প্রয়োজন৷ আমরা কোনও কিছুরই বিরোধিতা করছি না, আমরা কেবল আমাদের অধিকার চাইছি৷” কংগ্রেস জনপ্রতিনিধির এই বিতর্কিত মন্তব্য মন্দিরকে ইস্যুতে চড়তে থাকা উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

[ভারতরত্ন দেওয়া হোক মুখ্যমন্ত্রীকে, দাবিতে সরব তৃণমূল সাংসদ]

আসন্ন লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কায় রাম মন্দির ইস্যুকে জিইয়ে রাখতে চাইছে বিজেপি৷ জানুয়ারিতে সুপ্রিম কোর্টে শুনানির ভরসায় বসে না থেকে, অর্ডিন্যান্স এনে মন্দির সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারের উপর চাপ সৃষ্টি করছে আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ রাম মন্দির না হলে, ১৯৯২-এর মতো রক্তক্ষয়ী আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে স্বয়ম সেবক সংঘ৷ এমন অবস্থায় রোজই মন্দির নিয়ে মুখ খুলছে শাসক-বিরোধী কোনও না কোনও গোষ্ঠী৷ যোগ পেলেই মন্দির ইস্যুতে সরকারের সমালোচনা করছে কংগ্রেস-সহ বিরোধীরা৷  রাম মন্দির নির্মাণে কংগ্রেসই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ফলে একথা খুবই স্পষ্ট যে, উনিশের লড়াইয়ে মন্দিরকে হাতিয়ার করেই ভোট বৈতরণী পাড় করতে চাইছে শাসক-বিরোধী দুই শিবিরই৷

The post অযোধ্যায় মসজিদের দাবিতে সুর চড়ালেন কংগ্রেসের এই মন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement