সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েদির জেল ভেঙে পালানোর ঘটনা নতুন না। তাই বলে চারতলা সমান উঁচু পাঁচিল ডিঙোনো! সম্প্রতি এমনটাই ঘটেছে কর্ণাটকের (Karnataka) একটি জেলে। ৪০ ফুটের পাঁচিল লাফিয়ে পালান ধর্ষণে অভিযুক্ত এক যুবক। গোটা ঘটনা ধরা পড়েছে কারাগার লাগোয়া রাস্তায় লাগানো সিসি ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও ফুটেজ। অত উঁচু থেকে পড়ে পায়ে চোটও পান যুবক। এত করেও অবশ্য শেষরক্ষা হয়নি। একদিন পড়েই পুলিশ পাকড়াও করে অভিযুক্তকে।
দক্ষিণের রাজ্যে এই ঘটনাটি ঘটে গত সপ্তাহে। ধর্ষণে অভিযুক্ত বছর তেইশের যুবক বসন্ত জেল থেকে পালাতে পাঁচিল টপকান। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ৪০ ফুট উঁচু পাঁচিল থেকে লাফ দিয়ে রাস্তায় নামেন যুবক। নিচে পড়ার পর শরীর ভারসাম্য রাখতে পারেননি। শুয়ে পড়েন ফুটপাথে। সঙ্গে সঙ্গে উঠে পড়লেও পায়ে ব্যাপক চোট পান। খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। এদিকে কয়েদি পালাতেই হুলুস্থুল পড়ে যায় জেলে। খবর দেওয়া পুলিশে। একদিন পরেই গ্রেপ্তার করা হয় বসন্তকে। ফের শ্রীঘরে ঠাঁই হয়েছে তাঁর।
[আরও পড়ুন: রোজগার মেলায় চাকরি বিতরণ মোদির, ভোটে হারের ভয়ে বৃহত্তম জুমলা, কটাক্ষ কংগ্রেসের]
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে হরিয়ানায় (Haryana) জেল থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটেছিল। হরিয়ানার কুরুক্ষেত্র জেলার ওই জেল থেকে পালিয়েছিলেন তিন জন আসামী। তদন্তে জানা গিয়েছিল, জেলের বেশ কয়েকটি ভবনের মেরামতির কাজ চলছিল, সেই সুযোগ কাজে লাগিয়ে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তিন ব্যক্তি।