সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকিট না পেয়ে এবার বিজেপি (BJP) ছাড়ার ইঙ্গিত দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া (D. V. Sadananda Gowda)। রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে তিনি জানালেন, “আমার সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলি যোগাযোগ করছে। কথা বলছে।” গৌড়ার মন্তব্যে দাক্ষিণাত্যের রাজনীতিতে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।
লোকসভা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা করেছে বিজেপি। সেখানেও নাম ওঠেনি কর্নাটকের (Karnataka) ৭১ বছরের প্রবীণ নেতা সদানন্দ গৌড়ার। বেঙ্গালুরু উত্তরের ২ বারের সাংসদ গৌড়ার পরিবর্তে এবার সেখানে টিকিট দেওয়া হয়েছে বিএস ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শোভা করান্দলাজেকে। কেন্দ্রীয় নেতৃত্বের এহেন সিদ্ধান্তে ক্ষুব্ধ গৌড়া। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে তিনি বলেন, “অস্বীকার করব না যে অন্যান্য দলগুলি আমার সঙ্গে যোগাযোগ করছে। এমনকি আমার দলের নেতারাও আমার সঙ্গে কথা বলছেন। গত রাতে দলের এক শীর্ষ নেতা আমার সঙ্গে দেখাও করেন।” এর পরই তিনি জানান, “শীঘ্রই আমার মনের দুঃখ যন্ত্রণা প্রকাশ্যে আনব। আজ আমার জন্মদিন ফলে আর কোনও রাজনৈতিক কথা আমি বলব না।” মঙ্গলবার এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করবেন বলে জানিয়েছেন গৌড়া। যদিও তাঁর এই সামান্য বার্তাতেই তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, খুব শীঘ্রই হয়ত বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন এই প্রবীণ নেতা। সেক্ষেত্রে কর্নাটকের ‘ভোক্কালিগ্গা’ জনগোষ্ঠীর ভোট ব্যাঙ্কে টান পড়বে বিজেপির। তা গেরুয়া শিবিরের জন্য একেবারেই সুখের হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: খৈনি নিয়ে ঝগড়া, যোগীরাজ্যে ‘মদ্যপ’ পুলিশের গুলিতে মৃত শিক্ষক]
কর্নাটক রাজনীতিতে লিঙ্গায়েতের পাশাপাশি ভোক্কালিগাও বিজেপির অন্যতম বড় ভোট ব্যাঙ্ক। এই জনগোষ্ঠীকে কাছে টানতে ২০১১ সালে দুর্নীতি মামলায় অভিযুক্ত লিঙ্গায়েত নেতা ইয়েদুরাপ্পাকে সরিয়ে ভোক্কালিগা নেতা সদানন্দ গৌড়াকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। যদিও ইয়েদুরাপ্পা ক্ষমতায় না থাকলেও সরকারের রাশ লিঙ্গায়েত নেতাদের হাতে থাকায় ভোক্কালিগাদের সমর্থন কুড়োতে ব্যর্থ হন গৌড়া। ২০১২ সালে তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় আর এক লিঙ্গায়েত নেতা জগদীশ শেট্টারকে।
[আরও পড়ুন: আপ নেতাদের ১০০ কোটি দিয়েছিলেন কবিতা, আবগারি দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি ED-র]
২০১৪ সালে কেন্দ্রে বিজেপির সরকার আসার পর নরেন্দ্র মোদির সরকারের রেলমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় সদানন্দ গৌড়াকে। দ্বিতীয় মোদি সরকারেও কেন্দ্রীয় মন্ত্রী পদে বহাল রাখা হয় তাঁকে। তবে ২০২১ সালে তাঁকে মন্ত্রী পদ থেকে সরানোর পর গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ছিল এই ভোক্কালিগা নেতার। এবার দল ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি ইয়েদুরাপ্পার বিরুদ্ধে তোপ দেগে বিজেপির সঙ্গ ছেড়েছেন ঈশ্বরাপ্পা। শিমোগায় ইয়েদুরাপ্পার পুত্রের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সব মিলিয়ে কর্নাটকে বিজেপি শিবিরের অন্দরে বিক্ষোভ চরম আকার নিয়েছে।