shono
Advertisement

‘মণিকর্ণিকা’ মুক্তি পেলেই হেনস্তা করা হবে কঙ্গনাকে, হুঁশিয়ারি কর্ণি সেনার

‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’-র সেট পুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছে তারা৷ The post ‘মণিকর্ণিকা’ মুক্তি পেলেই হেনস্তা করা হবে কঙ্গনাকে, হুঁশিয়ারি কর্ণি সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:36 PM Jan 19, 2019Updated: 07:36 PM Jan 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির মুক্তির দিন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে উত্তেজনার পারদ৷ ইতিহাসকে বিকৃত করলে কর্ণি সেনা মোটেও তা ভাল চোখে দেখবে না বলে হুমকি দিয়েছিল আগেই৷ তার পালটা হিসাবে কর্ণি হিসাবে হুঁশিয়ারি দিয়েছিলেন ছবির অভিনেত্রী-প্রযোজক-সহ পরিচালক কঙ্গনা রানাউত৷ যদিও সেলুলয়েডের লক্ষ্মীবাঈয়ের হুমকিতে কিছুই যায় আসে না কর্ণি সেনার৷ ছবি মুক্তি পেলে সেট পুড়িয়ে দেওয়ার এমনকী অভিনেত্রীকে হেনস্তা করার হুমকি দিল তারা৷  

Advertisement

[ছবি মুক্তির আগে কর্ণি সেনাকে হুমকি সেলুলয়েডের লক্ষ্মীবাঈয়ের]

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের বীরত্বের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। ঝাঁসিকে উত্তরাধিকার দেওয়ার জন্যই মণিকর্ণিকার আগমন। রাজ্যে তখন ব্রিটিশদের লোলুপ দৃষ্টি। এমন অবস্থায় দরকার এক যুদ্ধনিপুণার। মণিকর্ণিকা এসব দিক থেকে একেবারে জুতসই। তাই গঙ্গাধর রাওয়ের ঘরনি হিসেবে ঝাঁসিতে আসেন মণিকর্ণিকা। তাঁর নতুন নাম হয় লক্ষ্মীবাঈ। ততদিনে ব্রিটিশরা লক্ষ্মীবাঈকে সতর্ক করেছে। কিন্তু লক্ষ্মীবাঈ মুখের উপর স্পষ্ট জানিয়ে দেন, প্রাণ থাকতে মাথা নোয়াবেন না তিনি। ঝাঁসি তিনি দেবেন না। উপায় না দেখে ব্রিটিশরা ঝাঁসির উপর আক্রমণ করে। রক্তগঙ্গা বয়ে যায় রাজ্যে। কিন্তু শেষ মুহূর্তেও আশা ছাড়েননি রানি। ছেলেকে কোলে নিয়ে যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সেনার মুণ্ডচ্ছেদ করতে থাকেন তিনি। লক্ষ্য তাঁর স্থির। যেভাবেই হোক, ছত্রপতি শিবাজির স্বাধীনতার স্বপ্ন পুনরুজ্জীবিত করতে হবে। সবাই যদি স্বাধীনতার স্বপ্ন দেখতে থাকে, তাহলে ব্রিটিশরা দেশ ছেড়ে যেতে বাধ্য হবে। এই ইতিহাসই দেখা যাবে ছবিতে। ২৫ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’।

[শ্লীলতাহানি হয়েছিল স্বরারও, স্বীকারোক্তি অভিনেত্রীর]

‘পদ্মাবত’-এর পর কর্ণি সেনার টার্গেট ছিল ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। হুমকি চিঠি পাঠিয়ে তারা সতর্ক করেছিল প্রযোজক ও পরিচালককে। ছবিতে কোনওভাবে যাতে ঐতিহাসিক চরিত্রকে বিকৃত করা না হয়, সে বিষয়টি জানিয়েছিল কর্ণি সেনা। মহারাষ্ট্রের কর্ণি সেনাকেই হুঁশিয়ারি দিয়েছিলেন সেলুলয়েডের ‘ঝাঁসির রানি’ কঙ্গনা রানাউত। তিনি জানান, যদি ছবি মুক্তির পর কোনও গন্ডগোল হলে প্রত্যেক কর্ণি সেনাকে তিনি দেখে নেবেন। কঙ্গনার হুঁশিয়ারির পরেও পরিস্থিতি বদলায়নি এতটুকু৷ বরং ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ৷ কর্ণি সেনার হুমকি, ছবি মুক্তি পেলে কঙ্গনার উপর হামলা করা হবে৷ এমনকী, পুড়িয়ে দেওয়া হতে পারে ছবির সেটও৷

The post ‘মণিকর্ণিকা’ মুক্তি পেলেই হেনস্তা করা হবে কঙ্গনাকে, হুঁশিয়ারি কর্ণি সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement