সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! এই তো সবে কফি উইথ করণে এসে কার্তিকের সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন সারা আলি খান। শো টেলিকাস্টের কয়েক ঘণ্টা পরেই সারা আলি খানের বাড়িতে হাজির কার্তিক আরিয়ান! নাহ, কোনও গুঞ্জন নয়, বরং এমনটাই ঘটেছে গতকাল রাত্রে।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও, যেখানে দেখা গিয়েছে হলুদ পোশাকে একেবারে হ্যান্ডসাম ডুড হয়ে সার আলি খানের বাড়িতে হাজির কার্তিক। সারার বাড়িতে কার্তিকের এই আগমণ নজরে পড়েছে পাপারাৎজ্জিদেরও। ব্যস, তার পরেই ক্য়ামেরায় ধরা পড়ে গেল কার্তিকের এই কাণ্ড।
তা সারার বাড়িতে কেন গেলেন কার্তিক?
ব্য়াপারটা হল, সারা তাঁর বাড়িতে আয়োজন করেছিলেন দিওয়ালি পার্টি। সেই পার্টিতেই হাজির ছিলেন কার্তিক আরিয়ান। হলুদ পাঞ্জাবিতে নজর কেড়েছিলেন বলিউডের এই ‘কিউট’ নায়ক।
[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]
‘কফি উইথ করণে’ এসে সারা স্পষ্ট জানিয়েছিলেন, ব্রেকআপের পরে বন্ধুত্ব রাখা খুব কঠিন। তবে সারা যে সেই কঠিন কাজকেই সহজ করে তুলতে চাইছেন, তার প্রমাণ দিওয়ালি পার্টিতে কার্তিককে নিমন্ত্রণ। সারার পার্টিতে হাজির ছিলেন আদিত্য রায় কাপুর, অনন্য়া পাণ্ডের মতো তারকারাও।
সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেম নিয়ে একসময় বলিপাড়ায় গুঞ্জন ছিল তুঙ্গে। এই গুঞ্জনের উপর ভর করেই পরিচালক ইমতিয়াজ আলি, সারা ও কার্তিককে কাস্ট করে তৈরি করেছিলেন ‘লাভ আজ কাল ২’। ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়লেও, সারা ও কার্তিক প্রেম ছিল জমজমাট! তবে হঠাৎই সেই প্রেমের সম্পর্ক ভেঙে চুরমার। কিন্তু হাসিখুশি সারা কিন্তু এ ব্য়াপারে কখনই মুখ খোলেননি। বরং কার্তিকের প্রসঙ্গ উঠলে, বার বার এড়িয়ে গিয়েছেন। তবে এবার কার্তিক নিয়ে সরাসরি মুখ খুললেন সইফকন্য়া। করণ তেঁতো মুখে পড়তেই, সারার পেট থেকে বেরিয়ে এল কার্তিকের সঙ্গে প্রেমপর্বের নানা তথ্য।
কফি উইথ করণে সম্প্রতি এসেছিলেন সারা আলি খান ও অনন্যা পাণ্ডে। করণ জোহরের নানা প্রশ্নে চটপট জবাব দিচ্ছিলেন সারা ও অনন্যা। হঠাৎই উঠল কার্তিকের প্রসঙ্গ। সারা কিন্তু এবার আর এড়িয়ে গেলেন না। বরং খোলসা করলেন মনের কথা।
কী বললেন সইফকন্যা?
কার্তিককে ভালো লাগার কথা কফি উইথ করণেই জানিয়ে ছিলেন সারা আলি খান। এমনকী, খুল্লমখুল্লা বলেছিলেন কার্তিককে ডেট করতে চান তিনি। এবারও করণের প্রশ্নের পরিষ্কার উত্তর দিলেন সারা। সারা জানান, ব্রেকআপের পর বন্ধুত্ব রাখাটা সহজ ব্যাপার নয়। আপনি যখন কারও সঙ্গে জড়িয়ে যান, সে আপনার বন্ধু হোক কিংবা কোনও সহকর্মী বা প্রেমিক। বিশেষ করে যদি এই পরিস্থিতিতে আমি থাকি, আমি জড়িত হই, যদি অনেকটা জড়িত থাকে আমার। তাই এটা বলব না, যে এটা আমার জন্য কোনও ব্যাপার নয়। সারা আরও বলেন, ”আমার মনে হয়, কাজের জগতে কেউ বন্ধু হয় না, কর্মক্ষেত্রে ছেলেমানুষি চলে না।”