shono
Advertisement

মানবতাই পরম ধর্ম! পাক অনুুপ্রবেশকারীকে বাঁচাতে রক্ত খুঁজছে কাশ্মীরের সরকারি হাসপাতাল

রক্তের জন্য একাদিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
Posted: 04:16 PM Apr 15, 2023Updated: 04:16 PM Apr 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অনুপ্রবেশকারীকে প্রাণে বাঁচাতে রক্ত খুঁজছে কাশ্মীরের (Kashmir) সরকারি হাসপাতাল। রাজৌরির সরকারি হাসপাতালে ভরতি জখম পাক যুবক। তাঁকে বাঁচাতে অন্তত ৫ বোতল এ নেগেটিভ (A negative) রক্ত প্রয়োজন। কিন্তু সেই রক্ত পাওয়া যাচ্ছে না। পাক অনুপ্রবেশকারীর প্রয়োজনীয় রক্তের জন্য একাদিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

Advertisement

রাজৌরির সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মেহমুদ হুসেন বাজার জানিয়েছেন, চিকিৎসাধীন পাক নাগরিকের নাম মহম্মদ তারিকের (২৩) দুই পা ভেঙে গিয়েছে। বুলেটের ক্ষতও রয়েছে। তাই তাঁর অস্ত্রোপচারের জন্য রক্ত প্রয়োজন। সূত্রের খবর, জখম যুবক আপাতত স্থিতিশীল। কিন্তু অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ৩-৫ বোতল রক্তের এ নেগেটিভ প্রয়োজন।

[আরও পড়ুন: পুলওয়ামা কাণ্ডের জন্য দায়ী কেন্দ্রই, হেলিকপ্টার চেয়েও পাননি জওয়ানরা! বিস্ফোরক সত্যপাল মালিক]

গত ৯ এপ্রিল ভারত-পাক সীমান্ত পার করার সময় পুঞ্চের কাছে ধরা পরে যায় মহম্মদ তারিক ও তার সঙ্গী মহম্মদ শাখেল (৩২)। পালানোর সময় সেনার গুলিতে জখম হয় তাঁরা। তাঁদের আরেক সঙ্গী মহম্মদ শরিফ কোহলি (৪২)-র মৃত্যু হয়। বাকিদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় তাদের। সেখানেই চিকিৎসা চলছে দুজনের। তারিকের সুচিকিৎসার জন্য় এ নেগেটিভ রক্তের প্রয়োজন। সেই রক্তের খোঁজে চিকিৎসকরা।

[আরও পড়ুন: বিচারপতিকে লেখা কুন্তলের চিঠি মামলা: অভিষেককে জেরার বিরোধিতায় দাখিল ক্যাভিয়েট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement