shono
Advertisement

বিচ্ছিন্নতাবাদী গিলানিকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার অভিযোগ, বরখাস্ত দুই BSNL কর্মী

কেন্দ্রের নিষেধ উপে৭া করেই টুইটার ও টেলিফোন ব্যবহার করছিল এই হুরিয়ত নেতা৷ The post বিচ্ছিন্নতাবাদী গিলানিকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার অভিযোগ, বরখাস্ত দুই BSNL কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:20 PM Aug 19, 2019Updated: 06:19 PM Aug 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানা হয়নি সরকারি নির্দেশ৷ বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার অভিযোগে দুই কর্মীকে বরখাস্ত করল বিএসএনএল৷ জানা গিয়েছে, ৩৭০ ধারা বাতিলের পর গুজব আটকাতে গোটা উপত্যকায় যখন ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার, তখন গিলানির বাড়িতে পরিষেবা চালু রেখেছিল অভিযুক্তরা৷ 

Advertisement

[ আরও পড়ুন: পড়ুয়াদের জাত চিনতে বিভিন্ন রংয়ের রিস্ত ব্যান্ড! বিতর্কে তামিলনাড়ুর একাধিক স্কুল]

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে বিলুপ্ত হয়েছে ৩৭০ ও ৩৫এ ধারা৷ ঠিক এর আগের দিন অর্থাৎ ৪ আগস্ট গোটা উপত্যকায় ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থা বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র৷ গুজব বা উসকানি রুখতে সেমতোই টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে বিএসএনএল৷ উপত্যকার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে নজরবন্দি করে প্রশাসন৷ অভিযোগ, গোটা উপত্যকা যখন বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখন কেবলমাত্র বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ গিলানির বাড়ির ইন্টারনেট ব্যবস্থা চালু ছিল৷ ফলে ৮ আগস্ট ভোর পর্যন্ত টুইট করতে সক্ষম হয় সে৷ এমনকী সকলের অগোচরে ফোনে বাইরের জগতের সঙ্গেও পুরোদমে যোগাযোগ রাখে এই শীর্ষ বিচ্ছিন্তাবাদী নেতা৷ কিন্তু বিএসএনএল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে কোনও তথ্যই এসে পৌঁছায় না৷ ফলে অন্ধকারে থেকে যায় গোটা ঘটনা৷

[ আরও পড়ুন: দেহব্যবসায় বাধ্য করছিল মা, প্রতিবাদ করায় নাবালিকা বোনকে ধর্ষণ দাদার ]

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, বিষয়টি প্রথম সকলের নজরে আসে যখন কেন্দ্রের তরফে টুইটার কর্তৃপক্ষের কাছে আটটি অ্যাকাউন্ট বন্ধের আরজি জানানো হয়৷ বলা হয়, এই অ্যাকাউন্টগুলি থেকে কাশ্মীর সম্পর্কে উসকানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে৷ এবং উপত্যকাকে উত্তপ্ত করে তোলার চেষ্টা হচ্ছে৷ তখনই নজরে আসে যে, গোটা উপত্যকায় ইন্টারনেট বন্ধ থাকলেও ৮ তারিখ ভোর পর্যন্ত টুইটার ব্যবহার করেছেন হুরিয়ত নেতা সৈয়দ গিলানি৷ বিষয়টি জানার পরই খোঁজ শুরু করে বিএসএনএল কর্তৃপক্ষ৷ আর তাতেই ধরা পরে মূল অভিযুক্তরা৷ সঙ্গে সঙ্গে তাদের বরখাস্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারে প্রশাসন৷  

The post বিচ্ছিন্নতাবাদী গিলানিকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার অভিযোগ, বরখাস্ত দুই BSNL কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার