shono
Advertisement

Breaking News

জঙ্গির গুলিতে ঝাঁজরা তরুণী, ভাইরাল নৃশংস ঘটনার ভিডিও

নৃশংস এই ঘটনার সাক্ষী দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান৷
Posted: 11:33 AM Feb 02, 2019Updated: 11:33 AM Feb 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মহিলার দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে৷ কাকুতিমিনতিতেও লাভ হচ্ছে না৷ শেষমেশ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল বন্দুকধারী৷ নৃশংস এই ঘটনার সাক্ষী দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান৷ মাত্র ১০ সেকেন্ডের এই ভিডিওয় উত্তাল নেটদুনিয়া। 

Advertisement

[সেনেগালে ধরা পড়ল গ্যাংস্টার রবি পূজারি, দেশে ফেরানোর চেষ্টা দূতাবাসের]

শুক্রবার সকালে জৈনপুরা এলাকায় আপেল বাগানে এক যুবতীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম ইশারত মুনির। ২৫ বছরের ইশারত ওই অঞ্চলেই থাকতেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্মমভাবে গুলি করে খুন করা হয়েছে তাঁকে৷ ওই ঘটনার পর ১০ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ভিডিওটি রেকর্ড করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা হাতজোড় করে হাঁটু মুড়ে বসে রয়েছেন মাটিতে৷ একজন বন্দুক উঁচিয়ে তার আশেপাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে৷ মহিলা কখনও কাঁদছেন৷ কখনও বা কাকুতিমিনতি করছেন৷ কিন্তু মহিলার কান্নায় বন্দুকধারীর মন গলেনি৷ পরিবর্তে মহিলার দিকে বন্দুক উঁচিয়ে গুলি চালায়৷ গুলিতে ঝাঁজরা হয়ে যায় মহিলার শরীর৷ মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ যদিও বন্দুকধারীর মুখ দেখা যায়নি ভিডিওতে৷ ১০ সেকেন্ডের মধ্যে এই হত্যালীলার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে৷

[টুইটারে ‘আখরি জুমলা’ লিখে ফ্রন্টফুটে রাহুল, বাজেট নিয়ে সাবধানী কংগ্রেস]

পুলিশ আধিকারিকের দাবি, মৃত ওই মহিলা আল-বদরের কমান্ডার জিনাত-উল-ইসলামের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন৷ গত বছরের ডিসেম্বরে সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় জিনাত-উল-ইসলামের৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনও জঙ্গি সংগঠনই এই ঘটনার সঙ্গে জড়িত৷ আতঙ্ক ছড়াতে তাদেরই কেউ ভিডিও পোস্ট করেছে। তবে কোনও সংগঠনই এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement