সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)! জোর গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরে। সিনেমার নাম 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। মধ্যবিত্ত, ছাপোষা জীবনের গল্প। তবে কোন পরিচালকের উদ্যোগে একফ্রেমে ধরা দিচ্ছেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির 'দুই গঙ্গোপাধ্যায়'?
শোনা যাচ্ছে, 'নটী বিনোদিনী'র পর ফের বাংলায় সিনেমা করতে চলেছেন রামকমল মুখোপাধ্যায়। চিত্রনাট্য প্রস্তুত। দেড় মাস আগেই স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করেছেন শুভ্র চক্রবর্তী। যিনি কিনা রামকমল পরিচালিত 'নটী বিনোদিনী'র সঙ্গেও যুক্ত ছিলেন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই মুম্বই থেকে কলকাতায় আসছেন রামকমল মুখোপাধ্যায়। সব ঠিক থাকলে সম্ভবত জুলাই মাসের গোড়ার দিকেই শুটিং শুরু হবে। রুক্মিণী মৈত্রকে নিয়ে পিরিয়ডিক ফিল্মের পর এবার কলকাতার প্রান্তিক মানুষদের জীবনচর্যা পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। শোনা যাচ্ছে, 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ট্রেনে চেপে বিভিন্ন বয়সের যে গৃহপরিচারিকারা শহর কলকাতার ইতি-উতি ছড়িয়ে পড়েন পেটের তাগিদে। সেই গল্প নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন শুভ্র চক্রবর্তী। রূপা গঙ্গোপাধ্যায়কে কি তাঁদের একজন প্রতিনিধি হিসেবে দেখা যাবে গল্পে? কিংবা কৌশিক গঙ্গোপাধ্যায় কি তাঁর স্বামীর ভূমিকায় থাকছেন? সেসব উত্তর খুঁজতে সংবাদ প্রতিদিন -এর তরফে পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে।
[আরও পড়ুন: দেবের ভোটের রেজাল্ট নিয়ে কি টেনশনে রুক্মিণী? ৪ জুনের পরিকল্পনা জানালেন অভিনেত্রী]
পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে রুক্মিণী মৈত্র
গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই সিনেমার নাম রাখা হয়েছে 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। প্রযোজনায় রামকমলের 'রিকশাওয়ালা' সিনেমার অভিনেত্রী সঙ্গীতা সিংহ। কৌশিক-রূপার সিনেমায় সঙ্গীতের একটা আলাদা গুরুত্ব রয়েছে। জানা গিয়েছে, এই দায়ভার সৌরেন্দ্র-সৌম্যজিতের উপরই সঁপেছেন পরিচালক। শহর কলকাতার বিভিন্ন স্থানে হবে শুটিং।