রূপায়ন গঙ্গোপাধ্যায়: ইসলামপুর কাণ্ডে এবার রাজ্যের শাসকদলকে চাপে ফেলতে বদ্ধপরিকর বিজেপি৷ ইসলামপুরে মৃত দুই ছাত্রের পরিবারকে নিয়ে রাষ্ট্রপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ গেরুয়া শিবির৷ দিল্লির দরবারে অভিযোগ জানাতে সোমবারই রওনা হওয়ার কথা তাঁদের৷
[‘সুজয়দা-পুঁচকি’র প্রেমকাহিনি দিয়েই সচেতনতার পাঠ কলকাতা ট্রাফিক পুলিশের]
দিল্লিতে অভিযোগ জানাতে যাওয়ার আগে ইসলামপুর নিয়ে অভিযোগ জানাতে আজ রাজভবনে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে রাজ্য বিজেপির নেতারা৷ দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার নেতৃত্বে সন্ধ্যায় রাজভবনে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল৷ বিজেপি সূত্রে খবর, সোমবার ইসলামপুরে মৃত দুই ছাত্রের পরিবারের সদ্যদের নিয়ে দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের দপ্তরে যান কেন্দ্রীয় মন্ত্রী এসএস আলুওয়ালিয়া ও বিজেপি নেতা মুকুল রায়৷ মানবাধিকার কমিশনে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানানোর পর সোমবার রাইসিনা হিলসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তাঁরা৷ রাষ্ট্রপতি ভবনে ডেপুটেশন জমা দেওয়ারও কর্মসূচি রয়েছে৷ এদিন রাষ্ট্রপতি ও জাতীয় মানবাধিকার কমিশনারের সঙ্গে দেখা করে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানো হবে বলে বিজেপি সূত্রে খবর৷
[শহরের রাজপথে আতঙ্ক, কৈখালিতে চলন্ত বাসে আগুন]
তবে, বাংলায় রাজনৈতিক ইস্যুকে দিল্লির দরবারে তুলে ধরার রীতি নতুন নয়৷ এর আগেও নেতাই থেকে নন্দীগ্রাম, সিঙ্গুরে জমি আন্দোলন ইস্যুকে ঢাল করে জাতীয় রাজনীতির ময়দান কাঁপিয়েছে তৃণমূল৷ অতীতে তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ মুকুল রায়ের পরিকল্পনায় শুভাপ্রসন্ন, ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ-সহ বিদ্বজনেরা বাম সরকারের পতনের দাবিতে নেতাইয কাণ্ডে মৃতদের পরিবারকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন৷ জাতীয় রাজনীতিতে তার সুফলও কুড়িয়েছিল তৃণমূল৷ তারপর কেটে গিয়েছে, বেশ কয়েকটি নির্বাচন৷ বদল হয়েছে ক্ষমতা৷ এবার সেই অস্ত্রেই তৃণমূলকে ঘায়েল করতে ইসলামপুরের দাড়িভিটেয় মৃত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারকে নিয়ে দিল্লির দরবারে যাচ্ছে বিজেপি নেতৃত্ব৷
[শহরে ফের অঙ্গদানের নজির, দাতা ও গ্রহীতা দু’জনই এই রাজ্যের]
The post ইসলামপুর কাণ্ডে মৃতের পরিবারকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি appeared first on Sangbad Pratidin.