shono
Advertisement

কেরলে হিজাব-বিতর্কে সিপিএম, বাম নেতার মন্তব্যে শোরগোল

প্রতিবাদ মুসলিম সংগঠনের।
Posted: 05:19 PM Oct 03, 2023Updated: 05:19 PM Oct 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম মহিলাদের মাথায় ‘থট্টম’ পরা নিয়ে সিপিএমের এক বর্ষীয়ান নেতার মন্তব্যে বিতর্ক ছড়াল কেরলে। অনিল কুমার নামের ওই নেতার মন্তব্যে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। বেশ কিছু ধর্মীয় সংগঠন ও ধর্মীয় নেতা ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন ওই মন্তব্যের।

Advertisement

ঠিক কী বলেছিলেন তিনি? একটি অনুষ্ঠানে অনিল কুমারকে দাবি করতে দেখা যায়, বামপন্থী দলের প্রভাবে মুসলিম অধ্যুষিত মালাপ্পুরম জেলায় মহিলারা হেডস্কার্ফ তথা থট্টম পরা বন্ধ করে দিয়েছেন। সেই সঙ্গে তাঁর দাবি, রাজ্যের মুসলিম মহিলাদের অ্যালবার্ট আইনস্টাইন নয়, কমিউনিস্ট পার্টির কাছেই কৃতজ্ঞ থাকা উচিত খালি পেটে থাকতে হচ্ছে না বলে।

[আরও পড়ুন: রাজ্যজুড়ে ডেঙ্গুর দাপট অব্যাহত, দক্ষিণ দমদমে মৃত্যু প্রৌঢ়ার, বড়ঞায় প্রাণ গেল যুবকের

তাঁর এহেন মন্তব্য রুষ্ট হয়েছে বহু সংগঠন। সুন্নি মুসলিমদের গোষ্ঠী ‘সমস্থা’র দাবি, এই ধরনের মন্তব্য সিপিএম নেতাদের দ্বিচারিতাকেই প্রকট করে। একই রকম দাবি আরও বহু সংগঠনের। অনিল কুমারের মন্তব্যের প্রতিবাদ করেছেন অন্য বাম নেতারা। কেরলের এলডিএফ বিধায়ক ও বাম মনোভাবাপন্ন নেতা কে টি জলিল ওই মন্তব্যকে উড়িয়ে পরিষ্কার জানিয়েছেন, ‘থট্টম’ পরা ছেড়ে দেওয়াকে কোনও ভাবেই প্রগতির চিহ্ন হিসেবে দেখা যায় না।

[আরও পড়ুন: এশিয়ান গেমস: বক্সিং ফাইনালে পৌঁছলেন লভলিনা, প্যারিস অলিম্পিকেরও টিকিট পেলেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement