সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেতে হাতির হানা 'কভার' করতে গিয়ে প্রাণ হারালেন এক ক্যামেরাম্যান। জনপ্রিয় মালয়ালম এক সংবাদমাধ্যমের কর্মী ছিলেন তিনি। ৩৪ বছরের ওই ক্যামেরাম্যানের নাম এ ভি মুকেশ। বুধবার সকালে কেরলের (Kerala) পলক্কর জেলায় ঘটেছে এমনই মর্মান্তিক ঘটনা।
ঠিক কী হয়েছিল? এদিন সকাল আটটা নাগাদ মালামপুজার ওই এলাকায় আসে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের একটি দল। খবর ছিল দাঁতালের দল ওই এলাকার খেতে ঢুকে ফসল নষ্ট করছে। এই পরিস্থিতিতে আচমকাই সেখানে চলে আসে বুনো দাঁতালের দল (Elephant)। জায়গাটা জঙ্গলের ২০০ মিটার ভিতরে। আচমকাই হাতিদের হানায় পালাতে থাকেন উপস্থিত সংবাদমাধ্যম কর্মীরা। দেখা যায় অনেকগুলো হাতি সেখানে রয়েছে।
[আরও পড়ুন: কষ্টের ‘স্মৃতি’ ভুলে রায়বরেলিতে রাহুল, আমেঠিতে নয়া মুখ কংগ্রেসের]
কিন্তু এর মধ্যে একটি হাতি তাড়া করে সকলকে। বাকিরা দৌড়ে এগিয়ে গেলেও মুকেশ দৌড়তে গিয়ে পড়ে যান। সঙ্গে তাঁর শরীরের উপরে পা তুলে দেয় হাতিটি। পরে মুকেশকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া ওই সংবাদমাধ্যমের দপ্তরে।