সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ধারাভাষ্যকার এত ভালো ব্যাট করতে পারেন, বিশ্বাসই হচ্ছে না ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনের।
ট্রাভিস হেডের সেঞ্চুরি, ক্লাসেনের মারমুখী ইনিংসে ভর করে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের সর্বোচ্চ রান তোলে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা হেরে গেলেও দীনেশ কার্তিক ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর সেই ইনিংসের প্রশংসা করে কেভিন পিটারসেন বলছেন, ''একজন ধারাভাষ্যকার এত ভালো ব্যাটিং করে, আগে কখনও দেখিনি।''
[আরও পড়ুন: রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ক্লান্তিই চিন্তা নাইটদের, প্রথম একাদশে বদল আসবে কি?]
৮৩ রান করার পথে কার্তিক ১০৮ মিটারের ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েছেন। আইপিএলের ইতিহাসে এটাই দীর্ঘতম ছক্কা।
এগিয়ে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের পরেই মেগা ইভেন্টের বল গড়াবে। আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আরসিবির বর্ষীয়ান ক্রিকেটারের মারমুখী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। ফ্লাওয়ার বলেছেন, ''বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ব্যাপারে কার্তিক নিজেকে ক্রমশ যোগ্য করে তুলছেন।'' বিশ্বকাপের দলে কার্তিক জায়গা পেলে, তাঁকে ফিনিশার হিসেবে ব্যবহার করা যেতে পারে। শেষ পর্যন্ত অবশ্য কী হবে, তার উত্তর দেবে সময়।