shono
Advertisement

জঙ্গির গুলিতে নিহত জওয়ান, দাদাকে সম্মান জানাতে সেনায় যোগ দুই ভাইয়ের

গতবছর জুনে অপহরণ করে খুন করা হয় ওই সেনা জওয়ানকে৷ The post জঙ্গির গুলিতে নিহত জওয়ান, দাদাকে সম্মান জানাতে সেনায় যোগ দুই ভাইয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:19 PM Jul 28, 2019Updated: 04:44 PM Jul 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিলেন সেনা জওয়ান সন্তান৷ ছেলের মৃত্যুর ক্ষত এখনও টাটকা৷ তবে জঙ্গিদের সঙ্গে আপস করতে নারাজ সন্তানহারা বাবা৷ তাই বাকি দুই সন্তানও সেনাবাহিনীতে যোগ দিক, এমনটাই চাইতেন বৃদ্ধ৷ দেশকে বাঁচানোর ব্রত নিয়ে ১৫৬ নম্বর ব্যাটালিয়নের হয়ে কাজ শুরু করলেন জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিহত সেনা জওয়ান ঔরঙ্গজেবের দুই ভাই৷

Advertisement

[ আরও পড়ুন: কর্ণাটকে নতুন নাটক, ১৪ জন বিদ্রোহী বিধায়ককে বরখাস্ত করলেন স্পিকার]

দেশ বাঁচানোর কাজে ব্রতী৷ সারাবছর তাই উপত্যকার বিভিন্ন প্রান্তে কর্তব্যরত অবস্থায় মোতায়েন থাকতেন ঔরঙ্গজেব৷ ইদের ছুটি কাটাতে এসেছিলেন বাড়িতে৷ একদিন সন্ধেয় বাড়িতে আসে আততায়ীরা৷ ভারতীয় সেনা জওয়ান ঔরঙ্গজেবকে অপহরণ করে খুন করা হয়৷ রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় তাঁর৷ শহিদের মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ঔরঙ্গজেবের৷  

[আরও পড়ুন: সন্ত্রাসে অর্থ যোগানের অভিযোগ, বারামুলার ৪ টি জায়গায় বাড়ি বাড়ি তল্লাশি এনআইএ-এর]

গতবছরের জুন মাসে ছেলে মারা গিয়েছে৷ বছরখানেক কাটলেও ছেলের মৃত্যুশোক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ঔরঙ্গজেবের বাবা মহম্মদ হানিফ৷ আজও একা বসে থাকলেই ছেলের কথা ভেবে চোখের কোণে জল আসে তাঁর৷ সন্তানহারা বাবা বলেন, ‘‘জানি হয়তো কোনওদিনই ছেলের হত্যাকারীদের চিহ্নিত করা সম্ভব হবে না৷ শাস্তি পাবে না কেউই৷’’ সেনাবাহিনীতে চাকরি করায় ছেলেকে খুন হতে হয়েছে, তা জানেন ঔরঙ্গজেবের বাবা৷ তবে ভারতীয় জওয়ানদের প্রতি আস্থা হারাতে নারাজ মহম্মদ হানিফ৷ দেশের জন্য লড়াই যাঁরা করেন, তাঁদেরই যেন নিজের ছেলে বলে মনে হয় বলেই জানান তিনি৷

[ আরও পড়ুন: কানওয়ার পুণ্যার্থীর পা টিপে দিচ্ছেন পুলিশ সুপার! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক]

ঔরঙ্গজেবের মৃত্যুর পরেও নিজের বাকি দুই সন্তানকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করতেন তাঁর বাবা৷ সেইমতো প্রশিক্ষণ নেন ঔরঙ্গজেবের ভাই মহম্মদ তারিক এবং মহম্মদ সাবির৷ প্রশিক্ষণ শেষে ১৫৬ নম্বর ব্যাটালিয়নে যোগ দিয়েছেন দুজনে৷ ঔরঙ্গজেব যে কখনও ফিরে আসবেন না সেই কঠিন সত্য খুব কষ্ট করে মেনে নিয়েছেন বৃদ্ধ বাবা৷ সন্তানহারা বৃদ্ধের একটাই আশা, সেনাবাহিনীতে কাজ করার সুবাদে ঔরঙ্গজেবের ভাইদের মধ্যেই বেঁচে থাকবেন নিহত সেনা জওয়ান৷

The post জঙ্গির গুলিতে নিহত জওয়ান, দাদাকে সম্মান জানাতে সেনায় যোগ দুই ভাইয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement