কলকাতা নাইট রাইডার্স: ১২৭ (রয় ৪৩, রাসেল ৩৮, অক্ষর ২/১৩, কুলদীপ ২/১৫)
দিল্লি ক্যাপিটালস: ১২৮/৬ (ওয়ার্নার ৫৭, রানা ২/১৭, অনুকূল ২/১৩)
৪ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মাঠে বিপর্যস্ত কেকেআর ব্যাটিং। মুকেশ কুমারের পেসের পর অক্ষর প্যাটেলের স্পিন-কোনওটাই সামলাতে পারল না নীতীশ রানার দল। ব্যাটিং ব্যর্থতার পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন বোলাররা। তবে লো স্কোরিং ম্যাচে শেষ হাসি ফুটল দিল্লির মুখেই। নাইটদের হারিয়ে চলতি আইপিএলে (IPL) প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস।হেরে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে কলকাতা নাইট রাইডার্স।
বৃহস্পতিবারের ম্যাচ খেলতে নামার আগে বিপাকে পড়েছিলেন দিল্লির ক্রিকেটাররা। একাধিক সরঞ্জাম চুরি গিয়েছিল তাঁদের। এছাড়াও টানা পাঁচ ম্যাচ হারের হতাশা তো ছিলই। কিন্তু নাইট (Kolkata Knight Riders) ম্যাচের দিন কয়েক আগে খেলোয়াড়দের বিশেষ পেপ টক দিয়েছিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাতেই যেন ম্যাজিকের মতো ফল হল। টুর্নামেন্টে প্রথম ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
[আরও পড়ুন: প্রত্যাবর্তনে উজ্জ্বল অধিনায়ক বিরাট, বোলারদের দাপটে পাঞ্জাবকে হারাল আরসিবি]
বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয় বৃহস্পতিবারের ম্যাচ। দর্শকাসনে ছিলেন অ্যাপেল সিইও টিম কুক, বলিউড অভিনেত্রী সোনম কাপুরের মতো একঝাঁক তারকা। এদিনই বেগুনি জার্সিতে আইপিএল অভিষেক হয় ওপার বাংলার লিটন দাসের। ৪ বলে মাত্র ৪ রান করেই আউট হয়ে যান তিনি। সেখানেই শুরু। দিল্লি বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করেন নাইট ব্যাটাররা। অধিনায়ক রানা থেকে শুরু করে চমকে দেওয়া রিঙ্কু-ব্যাট হাতে এদিন সকলেই ব্যর্থ।
ওপেন করতে নেমে ৪৩ রানের কার্যকরী ইনিংস খেলেন জেসন রয়। শেষবেলায় ফের পুরনো ফর্মে ধরা দেন আন্দ্রে রাসেল। ২০তম ওভারে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে ৩৮ রানে অপরাজিত থাকেন। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করেই কুড়ি ওভারে ১২৭ রান তোলে কেকেআর। দু’টি করে উইকেট তুলে নেন প্রাক্তন নাইট ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব। জোড়া শিকার মুকেশ কুমার ও অক্ষর প্যাটেলেরও।
১২৮ রানের পুঁজিতেই পালটা লড়াই করেছিলেন বোলাররা। পাওয়ার প্লে থেকেই ঝোড়ো ব্যাটিং করেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু পরপর উইকেট তুলে নিয়ে দিল্লিকে চাপের মুখে ফেলেন নাইট স্পিনাররা। শেষ ওভার পর্যন্ত গড়ায় হাড্ডাহাড্ডি ম্যাচ। অক্ষরের হাত ধরে ম্যাচ জেতে দিল্লি।