shono
Advertisement

বিরাটবাহিনীকে রেকর্ড রানে হারানোর রহস্য ফাঁস করলেন গম্ভীর

সংবাদ প্রতিদিন-এর জন্য বিশেষ আইপিএল কলম লিখছেন কেকেআর অধিনায়ক৷ গৌতম গম্ভীর ফাঁস করলেন ইডেনে আশ্চর্য জয়ের রহস্য৷ The post বিরাটবাহিনীকে রেকর্ড রানে হারানোর রহস্য ফাঁস করলেন গম্ভীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:55 AM Apr 25, 2017Updated: 10:55 AM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন-এর জন্য বিশেষ আইপিএল কলম লিখছেন কেকেআর অধিনায়ক৷ গৌতম গম্ভীর ফাঁস করলেন ইডেনে আশ্চর্য জয়ের রহস্য৷

কেকেআরের সঙ্গে আমার সাত বছর ঘর করার মধ্যে গতকালই প্রথম আমি রাগে গরগর করছিলাম! গুজরাত ম্যাচ হারাটা আমাকে তখনও খোঁচা মেরে চলেছে৷ গোদের উপর বিষফোঁড়ার মতো পিঠে চেপেছে আরসিবি-র বিরুদ্ধে আমাদের এক উইকেটে ৬৫ থেকে ১৩১ রানে অল-আউট হওয়াটা! আইপিএল-এর ব্রেকে সাধারণত আমার প্রিয় ডিশ ভেটকি মাছের পাতুরির সঙ্গে আমি আরও একটু কিছু খেয়ে-টেয়ে থাকি৷ রবিবার তার বদলে ওই সময়টায় আমি ইডেনের ড্রেসিংরুমে বাথরুমের শাওয়ার খুলে তার নিচে তিন-চার মিনিট দাঁড়িয়ে ছিলাম৷ নিজের তীব্র আবেগটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করলাম৷ কিন্তু সেই কাজে ডাহা ফেল হলাম৷ ইনিংস ব্রেকের সময়ও প্রায় শেষ হয়ে আসছে৷ তাই গোটা টিমকে কাছে ডেকে নিজের বক্তব্য পেশ করলাম৷ আর নিজের ভেতরে যা-যা ছিল, সব উগড়ে দিলাম৷

Advertisement

[‘বসতে হলে পাকিস্তানে যান’, মেট্রোয় হেনস্তা মুসলিম প্রৌঢ়কে]

টিমমেটদের থেকে ওদের সবচেয়ে বেশি তীক্ষ্মতাটা দাবি করলাম৷ ওদের কাছে জয় চাইলাম৷ সবাইকে সাফ বলে দিলাম, শোনো ভাই, মাঠে যার ভেতর লড়াইয়ে একুটও হালকা দেখব, জানবে কেকেআরের জার্সিতে এটাই তার শেষ ম্যাচ৷ অন্তত আমি যদ্দিন ক্যাপ্টেন আছি৷ ম্যাচের প্রায় চব্বিশ ঘণ্টা পরে এই কলম লেখার সময়েও ভেসে উঠছে, ইনিংস ব্রেকের সময় আমার কয়েকজন টিমমেটের মুখগুলো৷ আমার দিকে কেউ হা করে তাকিয়ে৷ কেউ অবাক৷ এত বছর কেকেআর অধিনায়ক হিসেবে বেশিরভাগ সময় ছেলেরা আমাকে হালকা চালে দেখে এসেছে৷ তাদের উপর কখনও নিজেকে চাপিয়ে দিইনি৷ কিন্তু রবিবারের ব্যাটিং বিপর্যয় আমাকে কষ্ট দিয়েছিল৷ জানি না, ইডেনে টিভি ক্যামেরা বা মাইক্রোফোন ব্যাপারটা ধরতে পেরেছিল কি না, তবে আরসিবি ইনিংসের সময় আমরা সারাক্ষণ ওদের ব্যাটসম্যানদের দিকে বিড়বিড় করে গিয়েছি৷ ওদের মনঃসংযোগ ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছি৷ আইপিএল-এর ফেয়ারপ্লে পুরস্কারের লিস্টে আমি জায়গা হারাতে রাজি আছি, কিন্তু পয়েন্ট টেবিলে কেকেআরকে হড়কাতে দেখতে কিছুতেই নই৷

[চাইলে ফিরিয়ে নিন, জাতীয় পুরস্কার বিতর্কে জবাব বিরক্ত অক্ষয়ের]

আমার দল গতকাল দুর্ধর্ষভাবে সাড়া দিয়েছে৷ রিংটোনটা ঠিক করে দিয়েছিল নাথন কুল্টার-নাইল৷ জাস্টিন ল্যাঙ্গারের কাছে পারথে আমার সেই ব্যাটিং কোচিং নেওয়ার সময় কুল্টার-নাইলকে প্রথম দেখেছিলাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া টিমে৷ এদিন নিজেদের মধ্যে কথা বলিনি৷ কেবল বলটা ওর দিকে ছুড়ে দিয়েছিলাম৷ ও ওর কাজটা কী জানত৷ আমিও আমারটা৷ রবিবার মাঠে হেলমেট মাথায় আমার ফিল্ডিং করাটা আসলে একটা বার্তা৷ যতটা না সেটা ক্লোজ ইন পজিশনে দাঁড়ানোর জন্য৷ মাঠের আরও একটা ছবি নিশ্চয়ই প্রত্যেক ভারতীয় ক্রিকেট সমর্থককে খুশি করেছে৷ ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল এক ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদবের ডেলিভারিতে ‘ডাক’ করছে!

#Knights relive the atmosphere in the dugout during that unforgettable encounter against #RCB. https://t.co/PZEc1FIa4u#AmiKKR #DusKiDahaad pic.twitter.com/piMAtQwF6O

— KolkataKnightRiders (@KKRiders) April 24, 2017

আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, ম্যাচের টার্নিং পয়েন্ট কী? ব্যাপারটা এভাবে দেখা যাক৷ রবিবার ইডেনে দু’টো কেকেআর টিম খেলেছে৷ প্রথম দলটা প্রথমার্ধে ব্যাট করেছে৷ দ্বিতীয় কেকেআর-টা খেলেছে জীবনের জন্য৷ ম্যাচ জিতে ড্রেসিংরুমে ফেরার পর আমার খুব ইচ্ছে করছিল, টিমকে ‘সরি’ বলতে৷ কিন্তু বলিনি৷ আরে, সময়টা তো এখন পাতুরি নিয়ে পড়ার!

The post বিরাটবাহিনীকে রেকর্ড রানে হারানোর রহস্য ফাঁস করলেন গম্ভীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement