shono
Advertisement
KKR

সাহসী হও, পাঞ্জাবের বিরুদ্ধে হারের পর নাইটদের বার্তা কোচ পণ্ডিতের

‘পণ্ডিতমশাই’-এর পাঠশালায় দেখা গেল ফিল সল্ট, রিঙ্কু সিংদের।
Posted: 02:50 PM Apr 28, 2024Updated: 02:50 PM Apr 28, 2024

স্টাফ রিপোর্টার: মেন্টর গৌতম গম্ভীরের (Goutam Gambhir) উপস্থিতিতে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যেন একটু আড়ালে চলে গিয়েছেন। তবে ঘরের মাঠে শুক্রবার পাঞ্জাব কিংসের কাছে লজ্জার হারের পর সেই ‘পণ্ডিতমশাই’-এর পাঠশালায় দেখা গেল ফিল সল্ট, রিঙ্কু সিংদের।

Advertisement

ইডেনে ২৬১ করেও হেরেছে কেকেআর (KKR)। আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এত রান স্কোর করে হারেনি কোনও দল। এমন হারের পর মানসিকভাবে দুমড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। তা আঁচ করেই যেন ম্যাচ শেষে ক্রিকেটারদের পেপ-টক দিতে দেখা গেল কোচ পণ্ডিতকে। যার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে খোদ কেকেআর।

[আরও পড়ুন: নব্বই মিনিটেই জিততে চান হাবাস, মোহনবাগান আর ফাইনালের মাঝে কাঁটা কৃষ্ণ

কী বলেছেন নাইট হেডস্যর? “তোমাদের সবারই ভালো ক্রিকেট খেলার ক্ষমতা আছে। নিজেদের উপর ভরসা রাখো। একটা হারে ভেঙে পড়ার কিছু হয়নি। সামনে আরও ম্যাচ আছে। ভবিষ্যতে জয়ের পথে ফিরতে হবে। আমরা সবসময়ই সাহসী হওয়ার কথা আলোচনা করি। এটাই সাহসী হওয়ার সেরা সময়,” দলকে বার্তা দিয়েছেন পণ্ডিত।

এই পরিস্থিতিতে মিচেল স্টার্কের প্রত্যাবর্তনের দিন গুণছে কেকেআর। বাঁ হাতের তর্জনীর চোটে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। আইপিএলে (IPL 2024) বিশেষ ফর্মে নেই অজি স্পিডস্টার। তবে তাঁর উপস্থিতি যে তফাত গড়ে দিতে পারে, ভালোই জানে নাইট ম্যানেজমেন্ট। কেকেআর সূত্রে খবর, স্টার্ক এখন মোটামুটি ফিট। দিল্লির বিরুদ্ধে খেললেও খেলতে পারেন।

[আরও পড়ুন: মহিলা আম্পায়ারে খেলতে নারাজ তামিম ইকবালরা! লজ্জার ঘটনা বাংলাদেশ ক্রিকেটে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেনে ২৬১ করেও হেরেছে কেকেআর।
  • একটা হারে ভেঙে পড়ার কিছু হয়নি। সামনে আরও ম্যাচ আছে, বলছেন চন্দ্রকান্ত।
  • মিচেল স্টার্কের প্রত্যাবর্তনের দিন গুণছে কেকেআর।
Advertisement