shono
Advertisement

বেগুনি পোশাক গায়ে হাজির KKR-এর সান্তা ক্লজ! ৩০ হাজার অনাথের মুখে তুলে দিলেন খাবার

উপহারও পেল খুদেরা।
Posted: 09:55 PM Dec 24, 2021Updated: 09:55 PM Dec 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর ছক ভাঙায় বিশ্বাসী শাহরুখ খান! নতুন নতুন সারপ্রাইজ দিয়ে চমকে দিতে ভালবাসেন বলিউডের কিং খান। এ ব্যাপারে তাঁর দল কলকাতা নাইট রাইডার্সই বা ব্যতিক্রমী হয় কীভাবে! ক্রিসমাসের প্রাক্কালেই তাই একটু অন্যভাবে যিশুর জন্মদিন সেলিব্রেট করল কলকাতার দল।

Advertisement

উৎসবের শহরে অনাথ ও দুস্থ শিশুদের দিকে হাত বাড়িয়ে দিল শাহরুখের কেকেআর (KKR)। বড়দিনের আগেই কলকাতার ৩০ হাজার অনাথ শিশুর খাওয়ার ব্যবস্থা করল আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। শহরের বেশ কয়েকটি অনাথ আশ্রমের সঙ্গে যোগাযোগ করেছিল তারা। সব মিলিয়ে ৩০ হাজার শিশুর খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। তবে বড়দিনে শুধুই কি পেটপুজো করলে চলে? ক্রিসমাসে সান্তা ক্লজ আসবে আর কচিকাঁচাদের উপহার দেবে না, তাও কি সম্ভব? একেবারেই নয়।

[আরও পড়ুন: ‘শারজায় পন্টিংকে আউট করে জানান দিয়েছিল চ্যাম্পিয়ন এসে গিয়েছে’, ভাজ্জির বিদায়ে নস্ট্যালজিক সৌরাশিস]

নাইট শিবিরের তরফে তাই খুদেদের দেওয়া হয় উপহারও। একেবারে সান্তার বেশেই কেকেআরের প্রতিনিধিরা হাজির হয়েছিলেন অনাথালয়ে। শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে খুদে চ্যাম্পিয়নদের সঙ্গে ক্রিকেটও খেলেন তাঁরা। তবে মজার ব্যাপার হল, এই সান্তা কিন্তু লাল পোশাকে আসেনি। হাজার হোক, নাইট শিবিরের সান্তা বলে কথা। তাই তার পরনে ছিল বেগুনি জামা।

কেকেআরের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর (Durga Puja) সময় থেকেই এমন কিছু করার কথা ভাবছিল তারা। তা শেষমেশ বাস্তবায়িত হওয়ায় খুশি প্রত্যেকেই। তবে এই শেষ নয়, দুর্গাপুজো থেকে বড়দিন, বছরের যে কোনও উৎসবেই অনাথ শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করবে নাইট শিবির। কেকেআর দলের সিইও বেঙ্কি মাইসোর বলেন, বড়দিনের পাশাপাশি নববর্ষ, দুর্গাপুজো, দীপাবলির মতো দিনগুলিতেও অনাথদের খাবার বিতরণ করা হবে। যে কারণে মীর ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ খেলার মাঠের পাশাপাশি মাঠের বাইরেও মন কাড়ছে কেকেআর।

[আরও পড়ুন: খুল্লামখুল্লা প্রেম! পার্ক স্ট্রিটের রাস্তায় বান্ধবী কিম শর্মাকে চুমু লিয়েন্ডারের, ছবি ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement