স্টাফ রিপোর্টার: আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে ফের ধাক্কা নাইট (KKR) শিবিরে। চলতি বছর স্থগিত হওয়া টুর্নামেন্ট হবে আমিরশাহীতে। কিন্তু তাতে কেকেআর দলের কতজন বিদেশি তারকা খেলতে পারবেন, তা নিয়ে ক্রমেই ধোঁয়াশা তৈরি হচ্ছে। প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যানের পর এবার অনিশ্চিত শাকিব আল হাসানও (Shakib Al Hasan)।
আগামী সেপ্টেম্বরে হতে চলা আইপিএলে (IPL 2021) খুব সম্ভবত প্যাট কামিন্সকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়া পেসার ঠিকই করে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহে নতুন করে জৈব সুরক্ষা বলয়ের জীবনে ঢুকবেন না। ইয়ন মর্গ্যানের আসার সম্ভাবনাও নেই। ইসিবির ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলে জাইলস জানিয়ে দিয়েছেন যে, আগামী সেপ্টেম্বরে পরপর সাদা বলের সিরিজ রয়েছে ইংল্যান্ডের। প্রথমে বাংলাদেশ। তারপর পাকিস্তান। অতএব, ইংলিশ ক্রিকেটারদের আইপিএল খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
[আরও পড়ুন: দীর্ঘ টানাপোড়েনের পর মিলল ছাড়পত্র, বিরাটের সঙ্গে ইংল্যান্ড যাচ্ছেন অনুষ্কাও]
এবার শোনা যাচ্ছে, শাকিব-আল-হাসানও আসছেন না! সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পরিষ্কার বলে দিলেন যে, শাকিবদের বাকি আইপিএল খেলার জন্য ছাড়পত্র দেওয়ার কোনও প্রশ্নই নেই। কারণ, সেপ্টেম্বরে বাংলাদেশের ঠাসা আন্তর্জাতিক ক্রিকেটসূচি। তাছাড়া পরের মাসেই বিশ্বকাপ। অতএব, প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ।
দিন দিন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে যতই আইপিএলের বাকি ৩১ ম্যাচ শেষ করতে টুর্নামেন্টকে আগামী সেপ্টেম্বরে আমিরশাহী নিয়ে যাক ভারতীয় বোর্ড, সেটা শেষ পর্যন্ত কতটা জৌলুসপূর্ণ হবে তা নিয়ে ঘোরতর প্রশ্ন উঠতে শুরু করেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ক্রিকেটাররা যদি না আসেন, তাহলে পড়ে থাকবেন কারা? এবং নিঃসন্দেহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত টিমটার নাম কেকেআরই দেখাচ্ছে এখনও পর্যন্ত।
এমনিতেই গত ৪ মে আইপিএল যখন স্থগিত হয়, সাতটা ম্যাচ খেলে কেকেআর জিতেছিল দু’টো! পূর্ণশক্তির টিম নিয়ে। আর এবার আইপিএলের দ্বিতীয় পর্ব যখন শুরুর দামামা বাজছে, তখন এক এক করে কেকেআর ক্রিকেটাররা অনিশ্চিত হয়ে পড়ছেন। একই রকম অস্বস্তির মুখে ভারতীয় বোর্ডও। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা এখনও ক্রিকেটারদের বাকি আইপিএল খেলতে ছাড়পত্র দেবে কি না, সিদ্ধান্ত নেয়নি।