shono
Advertisement

সুয়শ-নারিনদের সাফল্যের পর হার্দিক-যুদ্ধেও আজ তিন স্পিনারে যেতে পারে কেকেআর

আহমেদাবাদে কি দেখা যাবে লিটন দাসকে?
Posted: 01:46 PM Apr 09, 2023Updated: 04:15 PM Apr 09, 2023

স্টাফ রিপোর্টার: বরুণ চক্রবর্তী চার উইকেট। সুয়শ শর্মা তিন উইকেট। সুনীল নারিন দুই উইকেট। এই হিসেব আদতে কেকেআরের তিন ‘রহস‌্য স্পিনার’-এর গত ম‌্যাচের। যে তিনজন মিলে ইডেনে দিন দুই আগে ফ্য়াফ ডু’প্লেসি-বিরাট কোহলির আরসিবিকে ধরাশায়ী করে দিয়েছিলেন। ইডেনে আরসিবি-বধের স্মৃতি আপাতত অতীত। সামনে এবার নতুন প্রতিপক্ষ, নতুন যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধে তিন ‘রহস‌্য স্পিনার’কে খেলানোর দিকে ঝুঁকে কেকেআর। অন্তত টিমের বোলিং কোচ ভরত অরুণের কথাবার্তায় তো তারই ইঙ্গিত পাওয়া গেল।

Advertisement

রবিবার আহমেদাবাদে গত আইপিএল চ‌্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে নামতে চলেছে নীতীশ রানার কেকেআর। আরসিবিতে যতই একটা কোহলি, একটা ডু’প্লেসি বা একটা গ্লেন ম‌্যাক্সওয়েল থাকুন না কেন, প্রতিপক্ষ হিসেবে গুজরাট অনেক বেশি দুঁদে। অনেক বেশি বাঘা। হার্দিক পাণ্ডিয়ার টিম অনেক বেশি ব‌্যালান্সডও। অতএব লড়াইটা একেবারই সহজ হবে না। তবে কেকেআর একটা সুবিধে পাবে। গতবার গুজরাটের তিন ক্রিকেটার পাকেচক্রে এবার কেকেআরে। যথাক্রমে লকি ফার্গুসন, রহমনুল্লাহ গুরবাজ এবং সদ‌্য নাইট শিবিরে যোগ দেওয়া জেসন রয়। কেকেআরের (KKR) বোলিং কোচ ভরত অরুণ সেটা স্বীকারও করে গেলেন। শনিবার প্রাক ম‌্যাচ সাংবাদিক সম্মেলনে অরুণ বলছিলেন, ‘‘এখনকার দিনে ক্রিকেটাররা একে অন‌্যের সঙ্গে অনেক বেশি খেলে। তাই সমস্ত টিমের কাছে এখন বিপক্ষ টিম নিয়ে অনেক বেশি তথ‌্য থাকে। তবে হ‌্যাঁ, এটা আমাদের অ‌্যাডভান্টেজ বলতে পারেন। সত‌্যিই আমাদের হাতে কিছু তথ‌্য আছে বিপক্ষ টিম নিয়ে, যা কাজে লাগতে পারে।’’

[আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশি বাধা, শিবপুরে যেতে পারলেন না ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা]

সেটা ঠিক আছে। বাস্তব হল, আরসিবি (RCB) ম‌্যাচ কেকেআর জিতলেও টিমে কিছু বদলের প্রয়োজন অবশ‌্যম্ভাবী। ভারতের ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা নারায়ণ জগদীশনের বদলে কেন মনদীপ সিংকে ওপেনিংয়ে পাঠানো হচ্ছে, তা নিয়ে কিন্তু জয়ের মাঝেও প্রশ্ন উঠছে। টিম সাউদি আর একটা দুর্বল জায়গা নাইটদের। কেকেআর বলছে, লকি ফার্গুসন ফিট। তাহলে খরুচে সাউদির জায়গায় লকি নয় কেন? নীতীশ রানার ব‌্যাটিং ফর্ম নিয়েও এ দিন প্রশ্ন করা হল নাইট বোলিং কোচকে। ভরত অরুণ পাত্তাও দিলেন না। বললেন, ‘‘নীতীশ যথেষ্ট আত্মবিশ্বাসী ক্রিকেটার। আর ও যে রান পাচ্ছে না, সেটা বলার কী সময় এসেছে? খেলা হয়েছে তো মাত্র দু’টো ম‌্যাচ।’’

এর পরেই কেকেআর বোলিং কোচকে জিজ্ঞেস করা হয় তিন ‘রহস‌্য স্পিনার’কে নিয়ে। জিজ্ঞাসা করা হয়, গুজরাটের পিচে নারিন-বরুণ-সুয়াসকে টিম খেলাবে কি না? ভরত বলে যান, ‘‘ইমপ‌্যাক্ট প্লেয়ারের নিয়মটা চলে আসার পর অনেক সুবিধে হয়েছে। আপনারা যা বলছেন, সেই তিন রহস‌্য স্পিনারের ফর্মূলায় আমরা যেতেই পারি।’’ এর বাইরে খবর বলতে দু’টো। প্রথমটা আগেই বলা হয়েছে যে, জেসন রয় ঢুকে পড়েছেন নাইট ছাউনিতে। আর বাংলাদেশ ওপেনার লিটন দাস আহমেদাবাদ নয়, সোজা আসছেন কলকাতা। রবিবার রাতে।

আজ আইপিএলে:
গুজরাট টাইটান্স বনাম কেকেআর
আহমেদাবাদ, দুপুর ৩.৩০ স্টার স্পোর্টস

[আরও পড়ুন: দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, এই রাজ্যগুলিতে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement