shono
Advertisement

রোহিতের পর চোট রাহুলেরও, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিপাকে ভারত

রাহুল না খেলতে পারলে কে হবেন অধিনায়ক?
Posted: 06:35 PM Dec 21, 2022Updated: 06:35 PM Dec 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। এবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলও (KL Rahul)। ভারতীয় শিবির সূত্রের খবর, বুধবার অনুশীলনের সময় হাতে চোট লাগে রাহুলের। ফলে আদৌ তিনি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা, সেটা নিশ্চিত নয়

Advertisement

 

সূত্রের খবর, বুধবার অনুশীলনের সময় চোট পান ভারতের নিয়মিত সহ-অধিনায়ক। তাঁকে থ্রো ডাউন দিচ্ছিলেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Bikram Rathor)। তাঁর ছোঁড়া একটি বলই বেকায়দায় রাহুলের হাতে লাগে। তবে ভারতীয় শিবির আশাবাদী যে, টেস্ট ম্যাচ শুরুর আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন রাহুল। সাংবাদিক বৈঠকে রাঠোর নিজেই সেকথা জানিয়েছেন। তিনি বলেন,”এটা তেমন গুরুতর কিছু না। আশা করছি বৃহস্পতিবারের আগে রাহুল পুরোপুরি ফিট হয়ে যাবে। চিকিৎসকরা ওর পরিস্থিতির দিকে নজর রাখছেন।”

[আরও পড়ুন: ‘অনেকে দাঙ্গা করার পরিকল্পনা করবে’, গঙ্গাসাগর মেলা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর]

বাংলাদেশের বিরুদ্ধে কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বেই প্রথম টেস্টে ১৮৮ রানে জেতে ভারত। ব্যাটে-বলে দুরন্ত ছন্দে ধরা দেন ভারতীয় তারকারা। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালে পৌঁছনোর রাস্তাও আপাতত খোলা রাহুলদের। তবে সেই লক্ষ্যে পৌঁছতে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় তথা শেষ টেস্টটি জিততেই হবে ভারতকে। কিন্তু সেখানে রাহুলকে পাওয়া যাবে কিনা সেটাই অনিশ্চিত হয়ে গেল।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: ‘১ বছর পর ভাববেন’, সুবীরেশের জামিনের আরজি খারিজ করে তিরস্কার হাই কোর্টের]

ভারতীয় শিবির এই মুহূর্তে চোট-আঘাতে জর্জরিত। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজে চোটের জন্য সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলছেন না। চোটের জন্য গোটা বাংলাদেশ সফরেই যেতে পারেননি জশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামির মতো তারকারা। এবার সেই তালিকায় যদি রাহুলের নামও যুক্ত হয়, তাহলে ভারতীয় শিবিরের সমস্যা আরও বাড়বে। রাহুল নিজেও ব্যাট হাতে ভাল ফর্মে নেই। তিনিও চাইবেন না এই পরিস্থিতিতে মাঠের বাইরে। তবে, শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন চলতি সিরিজের সহ-অধিনায়ক চেতেশ্বর পুজারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement