shono
Advertisement

টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ রাহুলের, টপকে গেলেন বিরাট-রোহিতদের

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে আছেন তিনজন ভারতীয়। The post টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ রাহুলের, টপকে গেলেন বিরাট-রোহিতদের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:36 PM Feb 03, 2020Updated: 03:57 PM Feb 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় একলাফে অনেকটা উপরে উঠলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul)। এমনকী, ব়্যাঙ্কিংয়ের নিরিখে টিম ইন্ডিয়ার দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকেও টপকে গেলেন রাহুল। কেরিয়ারের সেরা পারফরম্যান্সের পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। কোহলি এবং রোহিত পড়ে আছেন নবম ও দশম স্থানে। অর্থাৎ, টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে আছেন তিনজন ভারতীয়।

Advertisement

[আরও পড়ুন: ঐতিহাসিক সিরিজ জয়ের পর তুমুল নাচ চাহাল-শ্রয়সের, ভাইরাল ভিডিও]

সময়টা বেশ ভালই যাচ্ছে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান তথা উইকেটরক্ষক লোকেশ রাহুলের। মাস তিনেক আগে পর্যন্ত প্রথম একাদশে রাহুলের জায়গা পাওয়া নিশ্চিত ছিল না। কিন্তু শেষ কয়েকটি সিরিজে তিনি ব্যাট হাতে যে ধারাবাহিকতা দেখাচ্ছেন, তাতে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে আর কোনও সংশয়ই নেই। শুধু তাই নয়, উইকেটরক্ষকের দায়িত্ব ঘাড়ে আসার পর আরও যেন ঝলসে উঠেছেন তিনি। উইকেটের পিছনে দুর্দান্ত পারফরম্যান্স যেমন নজর কাড়ছে, তেমনি ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতাও চমকপ্রদ। আর এই ধারাবাহিকতার পুরস্কারও পাচ্ছেন রাহুল। কিউয়িদের বিরুদ্ধে ‘ম্যান অব দ্য সিরিজ’-এর খেতাব জেতার পর এবার আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়েও একধাপে অনেকটা উন্নতি হল তাঁর।

[আরও পড়ুন: শেষ টি-টোয়েন্টিতে একগুচ্ছ রেকর্ড ভারতীয়দের, রোহিতের চোটের আপডেট দিল বিসিসিআই]

আইসিসির প্রকাশ করা সর্বশেষ ক্রমতালিকা অনুযায়ী, ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে বাবর আজম। দ্বিতীয় স্থানেই রাহুল। তাঁর সংগ্রহ ৮২৩ রেটিং পয়েন্ট। সদ্য কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২২৪ রান করেছেন তিনি। সিরিজের সেরাও তিনি নির্বাচিত হয়েছেন। সেই সাফল্যেরই প্রতিফলন দেখা গেল ক্রমতালিকায়। অন্যান্য ভারতীয়দের মধ্যে রোহিত শর্মাও বেশ কয়েক ধাপ উপরে উঠলেন। ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন তিনি দশম স্থানে। তাঁর ঠিক উপরেই আছেন বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৬৭৩। অন্যদিকে, বোলারদের তালিকায় একলাফে ২৬ ধাপ উপরে উঠে একাদশ স্থানে জশপ্রীত বুমরাহ।

The post টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ রাহুলের, টপকে গেলেন বিরাট-রোহিতদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement