shono
Advertisement

Breaking News

Mobile

ঝড়ের সময় মোবাইল, ল্যাপটপ থাকুক সক্রিয়! জানুন দ্রুত চার্জের কৌশল

মাথায় রাখুন সহজ এই সব টিপস।
Published By: Biswadip DeyPosted: 06:45 PM Oct 24, 2024Updated: 06:45 PM Oct 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ রাতেই হানা দেবে ঘূর্ণিঝড় 'ডানা'। স্বাভাবিক ভাবেই আশঙ্কা থাকবেই বিপর্যয়ের সময় আচমকা বিদ্যুৎ চলে যাওয়া। বড় বিপত্তি হলে দীর্ঘ সময় থাকতে হতে পারে বিদ্যুৎ ছাড়াই। সেক্ষেত্রে বিপদ হতে পারে ফোন নীরব থাকলে। আর তাই নিজের ফোন কিংবা ল্যাপটপে চার্জ দিয়ে রাখুন আগেই। জেনে নিন সহজে চার্জ দেওয়ার কৌশল।

Advertisement

ফোনে দ্রুত চার্জ দিতে চাইলে

ফোনে চার্জ দিতে বসিয়ে ঘাঁটার অভ্যাস খুব খারাপ। এটা পরিহার করুন। চার্জে বসিয়ে ফোনে হাত দেবেন না। দেখবেন কেমন দ্রুত চার্জ হচ্ছে ফোন। সেই সঙ্গেই ব্যাটারি সেভিং মোড এনাবল করে রাখুন।

ফোনের ইন্টারনেট সংযোগ অফ করে দিন। খুব জরুরি কোনও মেল বা মেসেজ আসার থাকলেও একটু সময় অপেক্ষা করুন। দেখবেন নেট সংযোগ না থাকলে তড়তড়িয়ে চার্জ হবে মোবাইলে।

আর একটা চমৎকার উপায় রয়েছে। ফোনকে ফ্লাইট মোডে রেখে দেওয়া। হ্যাঁ, তাতে হয়তো অন্যরা আপনাকে ফোনে পাবে না। খুব জরুরি কোনও ফোন আসার না থাকলে এটা করে দেখতে পারেন। ফল মিলবে দ্রুত।

ল্যাপটপে দ্রুত চার্জ দিতে চাইলে

ল্যাপটপ বন্ধ করে বা স্লিপ মোডে রেখে দিন চার্জ দেওয়ার সময়। সেই সময় ব্যবহার করবেন না। তাহলে কিন্তু চার্জ হতে অনেক সময় লেগে যাবে।

পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন। এটি স্ক্রিন লাইট, সাউন্ড ভলিউম নিয়ন্ত্রণে রেখে দ্রুত চার্জের সুযোগ করে দেবে।

ওয়াই-ফাই, ব্লুটুথ ও অন্যান্য নেটওয়ার্ক সংযোগ টার্ন অফ করে দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতেই হানা দেবে ঘূর্ণিঝড় 'ডানা'। স্বাভাবিক ভাবেই আশঙ্কা থাকবেই বিপর্যয়ের সময় আচমকা বিদ্যুৎ চলে যাওয়ার।
  • বড় বিপত্তি হলে দীর্ঘ সময় থাকতে হতে পারে বিদ্যুৎ ছাড়াই।
  • সেক্ষেত্রে বিপদ হতে পারে ফোন নীরব থাকলে। আর তাই নিজের ফোন কিংবা ল্যাপটপে চার্জ দিয়ে রাখুন আগেই।
Advertisement