shono
Advertisement
Love and Friendship

বন্ধুর প্রেমে পড়েছেন অথচ বলে উঠতে পারছেন না? এই বিষয়গুলো জেনে রাখুন

নিছক বন্ধুত্বের ভরসায় থাকলে চলবে না।
Published By: Suparna MajumderPosted: 05:12 PM Jan 08, 2025Updated: 05:12 PM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আয়, আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের-দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়...'--- প্রিয়বন্ধুকে ভালো লেগে যেতেই পারে। শুধু বন্ধু হিসেবে ভাবতে ইচ্ছে না করতেই পারে। কিন্তু এমনটা হওয়া কি উচিত? উলটো দিনের মানুষের মনেও কি একই অনুভূতি? কীভাবে তাঁকে বলা যায় মনের কথা? বিস্তারিত জানালেন বিশেষজ্ঞরা।

Advertisement

ছবি: সংগৃহীত

বন্ধুটিকে আপনার ভালো লাগে, আর এই ভালোলাগা নিছক বন্ধুত্ব নয়৷ বন্ধুত্বের চেয়েও খানিক বেশি৷ বিশেষজ্ঞরা বলছেন, একতরফা প্রেম বা ভালোলাগা থেকে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। গবেষক এডওয়ার্ড লেমে এবং নোয়া উলফ জানান, একতরফা সম্পর্কের ক্ষেত্রে বা ভালোলাগার ক্ষেত্রে যে কোনও একজন বন্ধু অপরের প্রতি দুর্বল হয়ে পড়েন। এই ধরনের ভালোলাগার ক্ষেত্রে যিনি ভালবেসে ফেলেন তিনি মনের গভীরে ভাবেন, তাঁর বন্ধুটিও বুঝি তাঁকে একইভাবে পছন্দ করেন। তাই নিজের অজান্তেই তিনি তাঁর ভালোবাসার মানুষটির কাছাকাছি চলে যান। কখনও ফ্লার্ট করেন বা ইশারা-ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি আসলে সম্পর্কে ঠিক কী চাইছেন।

আবার গবেষকদের একাংশ মনে করেন, অনেক সময় অপর বন্ধুটির হয়তো তেমন ভাবনা থাকে না। তিনি বন্ধুত্ব নিয়েই যথেষ্ট খুশি। কিন্তু অপর ব্যক্তির ভিন্ন ইশারা এবং ফ্লার্ট তাঁর মনের ভাবনাকেও পরিবর্তন করতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, কোনও বন্ধু-যুগলের একজন যদি অপরের প্রতি দুর্বল হন এবং তিনি যদি ক্রমাগত অপর বন্ধুটিকে বুঝিয়ে যান যে তিনি তাঁর বন্ধুকে কত ভালোবাসেন, তাহলে দু'জনের সম্পর্কে অবশ্যই একটি পরিবর্তন আসবে। অপর বন্ধুও তাঁকে অন্য চোখে দেখতে শুরু করবেন। এমন ঘটনা ঘটলে বন্ধুত্বের বাইরেও অন্য সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকে।

ছবি: সংগৃহীত


কিন্তু গবেষকরা একথাও বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হওয়া সময়সাপেক্ষ। বন্ধুর মন পেতে বা তাঁকে নিজের মনের কথা বুঝিয়ে বলতে অনেকটা সময় লেগে যেতে পারে। তাই আপনার যদি আপনার নিজের খুব ভালো বন্ধুকেই ভালো লেগে থাকে, তবে তাঁকে ইশারায় মনের কথা বুঝিয়ে বলতে পারেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, বন্ধু কিন্তু আপনার বিষয়ে এমন ভাবতে নাই পারেন৷ সেক্ষেত্রে দুঃখ পেলে চলবে না৷ বরং ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে সেই মুহূর্তের জন্য যখন আপনার বন্ধুটিও আপনাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাববেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গবেষকদের একাংশ মনে করেন, অনেক সময় অপর বন্ধুটির হয়তো তেমন ভাবনা থাকে না। তিনি বন্ধুত্ব নিয়েই যথেষ্ট খুশি।
  • কিন্তু অপর ব্যক্তির ভিন্ন ইশারা এবং ফ্লার্ট তাঁর মনের ভাবনাকেও পরিবর্তন করতে সাহায্য করে।
Advertisement