shono
Advertisement

ব্যবসা-চাকরি-প্রেম, রাশি মিলিয়ে দেখে নিন কোন ক্ষেত্রে কতটা শুভ যোগ

একঝলকে দেখে নিন এ সপ্তাহের রাশিফল। The post ব্যবসা-চাকরি-প্রেম, রাশি মিলিয়ে দেখে নিন কোন ক্ষেত্রে কতটা শুভ যোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:16 PM Aug 16, 2020Updated: 01:22 PM Aug 16, 2020

করোনাকালে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। জীবনের সমস্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে ভেবেচিন্তে। হিসেবে একচুল গন্ডগোল হলেই সর্বনাশের আশঙ্কা। এই অবস্থায় কোনটা আপনার পক্ষে অনুকূল, কোনটাই বা ক্ষতিকারক, কেমন কাটবে চলতি সপ্তাহ? সব দেখে নিন এ সপ্তাহের রাশিফলে।

Advertisement

 
মেষ

 
ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি বেশ ভাল যাবে। তবে বন্ধুদের থেকে একটু দূরে থাকাই ভাল, বিপদের আশঙ্কা আছে। বাড়ির বয়জ্যেষ্ঠ ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।
 
বৃষ

 
পুলিশের চাকরিতে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহে উন্নতির যোগ। সন্তান ও আত্মীয়স্বজনদের নিয়ে চিন্তা বাড়বে। ব্যবসায়ীদের জন্যে সপ্তাহটি বিশেষ শুভ নয়। 
 
মিথুন

প্রেমে দীর্ঘ জটিলতার অবসান।  বাড়তি প্রাপ্তির আশা। তবে অর্থ নিয়ে বন্ধুর সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।

কর্কট

মহিলাদের জন্য চাকরি ক্ষেত্রে সুসময়, বিজ্ঞান চর্চায় উন্নতির যোগ। পাড়া, প্রতিবেশীদের এড়িয়ে চলুন। তাদের তরফে বদনাম হতে পারে।  
 
সিংহ

এই রাশির জাতকরা এ সপ্তাহে আকাশপথে যাতায়াত এড়িয়ে চলুন। বাড়তে পারে দাম্পত্য কলহ। চাকরিক্ষেত্রেও জটিলতার আশঙ্কা।

 

কন্যা

পরিবার নিয়ে বেড়ানোর যোগ আছে। তবে ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে। দর্শন নিয়ে চর্চাকারীদের পক্ষে সপ্তাহটি শুভ, উন্নতির যোগ আছে।

 
তুলা

সপ্তাহটা কাটবে বাড়তি কাজের চাপে। দীর্ঘদিনের পাওনা মিটে যাওয়ার সম্ভাবনা। গবেষণায় উন্নতির সুযোগ।

 
বৃশ্চিক

বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা। শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। প্রিয়জনের সঙ্গে বুঝেশুনে কথা বলুন, নইলে আঘাত পেতে পারেন।

 
ধনু

খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম অবশ্যম্ভাবী। দাম্পত্য কলহে জড়িয়ে পড়তে পারেন।  প্রেমেও জটিলতার আশঙ্কা।
মকর

লটারি প্রাপ্তির যোগ। তবে ব্যবসায় কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। শরীরের দিকে খেয়াল রাখুন।

 
কুম্ভ

থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সপ্তাহ সুসময়। প্রথম ভাগে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা থাকবে। 

 
মীন

নতুন কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। এছাড়াও বাড়তি কোনও খরচ নিয়ে চিন্তা। 

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে ।।

The post ব্যবসা-চাকরি-প্রেম, রাশি মিলিয়ে দেখে নিন কোন ক্ষেত্রে কতটা শুভ যোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার