shono
Advertisement

বইপ্রেমীদের জন্য সুখবর, আগামী বছর কলকাতা বইমেলার সূচি ঘোষণা রাজ্যের

করোনার কারণে চলতি বছরে হয়নি কলকাতা বইমেলা।
Posted: 06:02 PM Nov 08, 2021Updated: 07:59 PM Nov 08, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বইপ্রেমীদের জন্য সুখবর। আগামী বছরের কলকাতা বইমেলার (Kolkata Book Fair) দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি কলকাতা বইমেলা শুরু হবে। 

Advertisement

বইপ্রেমীরা সারাবছর অপেক্ষা করে থাকেন কলকাতা বইমোলার। চলতি বছর অর্থাৎ ২০২১ সালে করোনা বাদ সেধেছে বইমেলায়। বছরের শুরুতে পরিস্থিতি করোনা (Corona Virus) খানিকটা আয়ত্তে এলে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। কারণ, যতটা সময় এগিয়েছে, বেড়েছে সংক্রমণ। যার জেরে কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয় রাজ্যে। বন্ধ হয়ে যায় ট্রেন-বাস। যার জেরে শেষমেশ আয়োজন করা যায়নি বইমেলার। ফলে মুখ ভার হয়েছিল অনেকেরই। 

[আরও পড়ুন:  ‘অর্থ এবং নারী চক্র থেকে দলকে টেনে বের করা দরকার’, ফের টুইটে বিস্ফোরক বিজেপি নেতা তথাগত]

সোমবার একটি বৈঠকে আগামী বছরের কলকাতা বইমেলার দিনক্ষণ স্থির করল রাজ্য। জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি ৩১ তারিখ অর্থাৎ সোমবার শুরু হবে বইমেলা। তবে সেক্ষেত্রেও করোনাবিধি মেনেই সমস্ত রকম আয়োজন করা হবে। তবে এবছর বইমেলার থিম কী হবে তা এখনও জানা যায়নি। 

উল্লেখ্য, সাধারণত কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair) শুরু হয় জানুয়ারির শেষে। আগে ১০ দিন ধরে চলত মেলা। পরবর্তীতে তা পরিবর্তন করে ১২ দিন করা হয়। 

[আরও পড়ুন:  ‘চিরকাল এভারগ্রিন থাকবেন’, বিশ্ববাংলা শারদ সম্মান অনুষ্ঠানের মঞ্চে সুব্রত স্মরণ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement