shono
Advertisement
Kolkata Derby

১৩ জুলাই বহুপ্রতীক্ষিত কলকাতা ডার্বি, পুলিশের অনুমতি পেয়ে গেল আইএফএ

যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি আসেনি।
Published By: Arpan DasPosted: 04:30 PM Jul 08, 2024Updated: 05:56 PM Jul 08, 2024

স্টাফ রিপোর্টার: কলকাতা লিগে (Calcutta Football League) ডার্বির পুলিশের অনুমতি মিলে গেল। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি আসেনি। আইএফএ-র (IFA) সচিব অনির্বাণ দত্তর আশা আগামী দু-এক দিনের মধ্যে তাও পেয়ে যাবেন তারা। আপাতত ১৩ জুলাই কলকাতা লিগের ডার্বির দিন ঘোষণা হলেও ভেন্যু হিসাবে যুবভারতীকে সরকারিভাবে ঘোষণা করেনি আইএফএ। যদিও তাঁরা যুবভারতীকে ধরেই পরিকল্পনা করছেন। ইতিমধ্যেই কলকাতা লিগে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে দু’প্রধানই। মোহনবাগান (Mohun Bagan) পরপর দু ম্যাচে ড্র করে ডার্বি খেলতে নামছে। যদিও ইস্টবেঙ্গল (East Bengal) টানা দু ম্যাচ জিতেই লিগের ডার্বিতে নামতে চলেছে।

Advertisement

ইতিমধ্যেই ফুটবলের মরশুম শুরু হয়ে গিয়েছে। ঘোষিত হয়ে গিয়েছে ডুরান্ডের দিনক্ষণ। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৩ বছরের ঐতিহ্যশালী টুর্নামেন্ট। যার ফাইনাল হবে ৩১ আগস্ট। গত বছর শুধু গ্রুপ পর্বে নয়, ফাইনালেও ডার্বি দেখেছে ফুটবলপ্রেমী। এবারের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ পড়েছে ১৮ আগস্ট। যদিও তার মধ্যে এসিএল ২-এর জন্য মাঠে নামবেন ক্লেইটনরা। ১৪ আগস্ট তাঁদের প্রতিপক্ষ তুর্কেমেনিস্তানের ক্লাব এফকে আলতাইন আসির।

[আরও পড়ুন: কোপায় হেরে মিশন বিশ্বকাপ, ঘোষণা ব্রাজিলের এনড্রিকের]

তার আগেই যদিও কলকাতা লিগে দেখা হচ্ছে দুই প্রধানের। অন্যদিকে রবিবার লিগের ম্যাচে কাস্টমসের কাছে ৫-১ গোলে হারল টালিগঞ্জ অগ্রগামী। কাস্টমসের হয়ে রবি হাঁসদা ও ডেভিড জোড়া গোল করেন। অন্য গোলটি উজ্জ্বল হাওলাদারের। ক‌্যালকাটা পুলিশ ক্লাব ১-০ গোলে জয় পেয়েছে রেলওয়ে এফসির বিরুদ্ধে। গোলদাতা কৌশিক গোয়ালা।

[আরও পড়ুন: আন্তর্জাতিক মহিলা ফুটবলে জঙ্গলমহলের মৌসুমী, দেশের জার্সি গায়ে নামবেন মায়ানমারের বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা লিগে ডার্বির পুলিশের অনুমতি মিলে গেল।
  • আপাতত ১৩ জুলাই কলকাতা লিগের ডার্বির দিন ঘোষণা হয়েছে।
  • ভেন্যু হিসাবে যুবভারতীকে সরকারিভাবে ঘোষণা করেনি আইএফএ।
Advertisement