সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাষষ্ঠীর সকাল। আর প্রতিবারের মতো এবারও বোধনের প্রাতেই ঘোষণা হল জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৪'-এর সেরা ১২টি পুজোর নাম। কলকাতার প্রায় ৪০০টিরও বেশি পুজো অংশ নিয়েছিল এবারের প্রতিযোগিতায়। যার মধ্যে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে ১২টি পুজো। উত্তর থেকে শুরু করে মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি নামজাদা পুজো (Durga Puja 2024) রয়েছে এবারের তালিকায়। সেরা প্রতিমা, সেরা আইডিয়া এবং অবশ্যই শহরের সেরা পাঁচটি পুজো বেছে নেওয়া হবে এই ১২টি পুজোর মধ্যে থেকেই। বিচারকদের সেই সিদ্ধান্ত জানা যাবে মহাসপ্তমীর সকালে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পুজো এবার সেরা বারোর তালিকায় স্থান পেল।
টালা প্রত্যয়
থিম- বিহীন
শিল্পী- সুশান্ত পাল
টালা প্রত্যয়
এ কে ব্লক অ্যাসোসিয়েশন সল্টলেক
থিম-বারি বিন্দু
শিল্পী- ভবতোষ সুতার
এ কে ব্লক অ্যাসোসিয়েশন সল্টলেক
দমদম তরুণ দল
থিম- সাদা এবং নীল
শিল্পী- প্রদীপ দাস
দমদম তরুণ দল
আহিরীটোলা সর্বজনীন
থিম- আহিরীটোলা খেয়ালসেতু বৈতরণী
শিল্পী- অনির্বাণ দাস
আহিরীটোলা সর্বজনীন
হাতিবাগান সর্বজনীন
থিম- প্রকরণ
শিল্পী- সুশান্ত পাল
হাতিবাগান সর্বজনীন
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি
থিম- তরঙ্গ
শিল্পী- দেবাশিস বারুই
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি
ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন
থিম- আমার দুগ্গা মা
শিল্পী- পূর্ণেন্দু দে
ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন
সুরুচি সংঘ
থিম- পুরানো সেই দিনের কথা
শিল্পী- গৌরাঙ্গ কুইলা
সুরুচি সংঘ
আলিপুর সর্বজনীন
থিম- বহুরুপী
শিল্পী- অনির্বাণ দাস
আলিপুর সর্বজনীন
বকুলবাগান সর্বজনীন
থিম- মাশান
শিল্পী- অদিতি চক্রবর্তী
বকুলবাগান সর্বজনীন
পূর্বাচল শক্তি সংঘ
থিম- কলকাতার মূর্তিকথা
শিল্পী- পার্থ দাশগুপ্ত
পূর্বাচল শক্তি সংঘ
বেহালা ক্লাব
থিম- আরণ্যক
শিল্পী- প্রদীপ দাস
বেহালা ক্লাব