shono
Advertisement

দূষণের বিরু‌দ্ধে লড়ে বিশ্বের সেরা দশে কলকাতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে রাজ্য সরকারের দায়িত্ব নেওয়ার পরেই কলকাতাকে ‘গ্রিন ক্যালকাটা, ক্লিন ক্যালকাটা’ স্লোগান দিয়ে দূষণ মুক্ত শহর গড়ার নির্দেশ দেন৷ The post দূষণের বিরু‌দ্ধে লড়ে বিশ্বের সেরা দশে কলকাতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:21 PM Dec 03, 2016Updated: 08:51 AM Dec 03, 2016

স্টাফ রিপোর্টার: বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের চোখরাঙানিকে তোয়াক্কা না করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দূষণকে রুখে দিয়ে সবুজায়ন বাস্তবায়িত করে বিশ্বের শ্রেষ্ঠ ১০ শহরের মধ্যে জায়গা করে নিল কলকাতা৷ পিছনে ফেলে দিল দেশের রাজধানী দিল্লি, বাণিজ্য নগরী মুম্বই ও দক্ষিণের প্রাণকেন্দ্র চেন্নাইকে৷ মেক্সিকোয় আন্তর্জাতিক আবহাওয়া সম্মেলনে শুক্রবার দেশের একমাত্র মহানগর হিসাবে দূষণ প্রতিরোধী সেরার শিরোপা অর্জন করেছে কলকাতা৷ সৌজন্যে কলকাতা পুরসভার কঠিন বর্জ্য পুনর্ব্যবহারের পদ্ধতিগত সাফল্য৷ যা লক্ষাধিক আধুনিক শহরকে পিছনে ফেলে সেরা দশে জায়গা করে নিয়েছে৷ কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এদিন রাতে বলেন, “সম্মান প্রাপ্তির বিষয়টি জেনেছি৷ কলকাতার এই গর্বে আমরা আপ্লুত৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ ও অনুপ্রেরণা মেনে দূষণের বিরু‌দ্ধে লড়াইয়ে কলকাতা পুরসভা কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে৷ যা দেশের মধ্যেও আজ মডেল৷ এখন রজ্যের বিভিন্ন পুরসভা এলাকাতেও এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার৷” তবে কলকাতার এই বিশ্বসেরা সম্মান প্রাপ্তির লড়াইটা মোটেও সহজ ছিল না বলেই মনে করছেন রাজ্যের পুরকর্তারা৷ কারণ এই ‘সিসি-৪০ মেয়রস সামিট’-এ বিশ্ব সেরা দশের তালিকায় রয়েছে সিডনি, মেলবোর্ন, প্যারিস, পোর্টল্যান্ড, ইয়োকোহামার মতো প্রথম সারির শহর৷ তাঁদের সঙ্গে একই আসনে তিলোত্তমা মহানগরীর সম্মান পাওয়া নিয়ে গর্বিত কলকাতা মেয়র-পরিবেশমন্ত্রী৷

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে রাজ্য সরকারের দায়িত্ব নেওয়ার পরেই কলকাতাকে ‘গ্রিন ক্যালকাটা, ক্লিন ক্যালকাটা’ স্লোগান দিয়ে দূষণ মুক্ত শহর গড়ার নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে শহরকে সবুজ করার অভিযানে নেমে বিরল এই সম্মান ছিনিয়ে আনলেন মেয়র তথা পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷

মেক্সিকোর এই সম্মেলনে গিয়েছেন রাজ্যের পুরসচিব তথা কেএমডিএ-এর সিইও ওঙ্কার সিং মিনা এবং উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদবও৷ এদিন মিনা জানিয়েছেন, “প্রকল্পগুলির মাধ্যমে ১০০ শতাংশ বাড়ি থেকে কঠিন বর্জ্য সংগ্রহ থেকে তার পুনর্ব্যবহারযোগ্য করে বাজারে নতুন আঙ্গিকে বিক্রি করাটাই রাজ্যের মূল লক্ষ্য৷ কমপ্যাক্টর মেশিনের পাশাপাশি  এক্ষেত্রে সহযোগিতা করেন কাগজ কুড়ানিরাও৷” টেলিফোনে মেক্সিকো থেকে দিলীপ যাদব বলেন, “বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করার জন্য সম্মেলনে বিশেষ সম্মান পেয়েছে উত্তরপাড়াও৷” শহর হিসাবে কলকাতার পাশাপাশি কেএমডিএ এলাকার হুগলির ছ’টি এবং উত্তর ২৪ পরগনার দু’টি পুরসভাও বর্জ্য দিয়ে বিদ্যুৎ ও সার তৈরির প্রকল্প করার জন্য এই সম্মেলনে প্রশংসিত হয়েছে৷ উদ্যোক্তাদের তরফেও জানানো হয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী চিন্তাভাবনার পাশাপাশি তার সঠিক প্রয়োগই এই শিরোপা অর্জনের মাপকাঠি ছিল৷ যে মাপকাঠি প্রকল্প ভিত্তিক বিচারে প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ সফল৷ দীর্ঘদিন ধরেই কলকাতার ময়লার ভ্যাটগুলো ছিল খোলামেলা৷ দিনের বেলাতেও নাকে আঙুল দিতে যাতায়াত করতে হত৷ অনেক সময় অপরিষ্কার এই ময়লার ভ্যাটগুলো থেকে বেরোত বিষাক্ত মিথেন গ্যাস৷ ধীরে ধীরে কম্প্যাক্টর স্টেশন বসানোর ফলে আমূল বদলে গিয়েছে এই ময়লার ভ্যাটগুলো৷ ফলে কমেছে দূষণের মাত্রা৷

 

The post দূষণের বিরু‌দ্ধে লড়ে বিশ্বের সেরা দশে কলকাতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement