shono
Advertisement

চলতি বছর বিশ্বকাপের ভারত-পাকিস্তান লড়াই ইডেনে? পাক বোর্ডের পছন্দ…

২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দল কলকাতায় খেলেছিল।
Posted: 10:48 AM Apr 12, 2023Updated: 10:54 AM Apr 12, 2023

স্টাফ রিপোর্টার: ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে আসবে পাকিস্তান? নাকি নিরপেক্ষ দেশে ম্যাচ খেলবেন বাবর আজমরা? সেই প্রশ্ন ঘিরে জল্পনা অব্যাহত। এই টানাপোড়েনের মধ্যে অন্য একটা সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। বিশ্বকাপে ২২ গজে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিরুদ্ধে ক্রিকেট-যুদ্ধে অবতীর্ণ বাবর আজম, নাসিম শাহরা। আর সেই দ্বৈরথ চাক্ষুষ করছে ইডেনের গ্যালারি। এমনটা হলে কেমন হয়? অলীক কল্পনা নয়, সেই সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

Advertisement

বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) পাকিস্তানের ম্যাচ আয়োজনে ভাগ্যের শিকে ছিঁড়তে পারে কলকাতার। এমনকী চেন্নাইয়েরও। বছরের শেষে বিশ্বকাপের ভারত-পাক মেগা দ্বৈরথের উষ্ণতা টের পেতে পারে ইডেন। কোন অঙ্কে? একান্তই ভারতে বিশ্বকাপ খেলতে হলে আয়োজক শহরের মধ্যে কলকাতা এবং চেন্নাই- এই দুই শহর পছন্দের তালিকায় রয়েছে পাক ক্রিকেট টিমের। শুধু পাক ম্যাচ নয়, বিশ্বকাপের একটি সেমিফাইনাল ইডেনে আয়োজনের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে বিশ্বকাপের আরও পাঁচ-ছ’টি ম্যাচ পেতে পারে কলকাতা। এশিয়া কাপ আয়োজন নিয়ে জট এখনও কাটেনি। আয়োজক পাকিস্তানের মাটিতে যে ভারতীয় দল এশিয়া কাপ খেলতে যাবে না, তা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। পালটা হিসেবে ভারতে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিকল্প ভাবনা হিসেবে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

[আরও পড়ুন: ৫ ছক্কা হাঁকানোর পর গুজরাট বোলার যশকে কী মেসেজ করেছিলেন? ফাঁস করলেন রিঙ্কু]

৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপের। ফাইনাল-সহ মোট ৪৬টি ম্যাচ আয়োজিত হবে ভারতের ১২টি শহরের ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপে লিগ পর্যায়ের ম্যাচগুলো পছন্দের ভেন্যুতে আয়োজনের জন্য পিসিবি (PCB) কর্তারা আইসিসিকে নিজেদের মতামত জানিয়েছে, এমনটাই দাবি সংবাদ সংস্থার। আইসিসির সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্বকাপে নিজেদের অধিকাংশ ম্যাচ কলকাতা ও চেন্নাইয়ে খেলতে চায় পাকিস্তান। ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দল কলকাতায় খেলেছিল। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ও আতিথেয়তায় বেশ সন্তুষ্ট ছিলেন পাক ক্রিকেটাররা। অন্যদিকে, চেন্নাইয়ে অতীতে স্মরণীয় জয়ের স্মৃতি রয়েছে পাকিস্তানের। তবে বাবরদের ‘ইচ্ছাপূরণ’ হবে কি না, সেই বিষয়টি নির্ভর করছে বিসিসিআই ও ভারত সরকারের সিদ্ধান্তের উপর।

বিশ্বকাপে রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল ন’টি করে লিগ পর্যায়ের ম্যাচ খেলবে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ কোথায় হবে, সেটাও চর্চার বিষয়। বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ আহমেদাবাদের মোতেরায় হোক, এমনটাই চাইছে আইসিসি। ১,৩২,০০০ দর্শকাসনবিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচ হলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, সেটাই মনে করছেন আইসিসি কর্তারা। কিন্তু বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হবে মোতেরায়। তাই ভারত-পাক ম্যাচ মোতেরার পরিবর্তে অন্য কোনও ভেন্যুতে আয়োজনের সম্ভাবনাই প্রবল। পাকিস্তানের পছন্দকে প্রাধান্য দিলে বিশ্বকাপে ভারত-পাক লড়াই দেখা যেতে পারে ইডেন কিংবা চিপকে।

[আরও পড়ুন: কর্ণাটকে ভোটের আগে বড় চমক! ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন মোদি]

আইসিসির ইভেন্ট কমিটি, যারা বিশ্বকাপের আয়োজক ভারতীয় বোর্ডের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে, তারা আগামী কয়েকমাসে এই ম্যাচ আয়োজনের ব্যাপারটি সেরে ফেলতে তৎপর। কিছুদিন আগে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান ‘হাইব্রিড মডেল’কে সামনে রেখে জানিয়েছিলেন, বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান। যদিও পরবর্তীতে সেই দাবি অস্বীকার করতে দেখা গিয়েছিল পিসিবি চেয়ারম্যান নাজম শেঠীকে। এশিয়া কাপে যা-ই হোক, বিশ্বকাপে পাকিস্তানের ভারতে খেলার সম্ভাবনা বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement