সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রো যাত্রীদের জন্য সুখবর৷ এবার থেকে মেট্রো স্টেশনেই মিলবে শৌচালয়৷ মেট্রো রেলের তরফে জানান হয়েছে, আপাতত শোভাবাজার, শহিদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া-সহ মোট চারটি স্টেশনে শৌচালয়ের বন্দোবস্ত করা হয়েছে৷ মেট্রো রেলের উদ্যোগে খুশি যাত্রীরা৷
[হাসপাতালের মধ্যেই কর্তব্যরত চিকিৎসককে সপাটে চড়, কাঠগড়ায় ওসি]
কলকাতা শহরের লাইফলাইন মেট্রো৷ তিলোত্তমার বুকে কম সময়ে ও কম খরচে আচমকা উত্তর থেকে দক্ষিণে যেতে হলে ভরসা হল মেট্রো রেল৷ সময়ানুবর্তিতা নিয়ে যেমন মানুষের অভিযোগের অন্ত নেই৷ তেমনই আবার আমজনতার অভিযোগের তালিকায় ছিল মেট্রো স্টেশনে শৌচালয় না থাকা৷ আচমকা শৌচালয়ের প্রয়োজন হলে মেট্রো স্টেশনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন মহিলারাই৷ এরকম কঠিন পরিস্থিতি যে তৈরি হয় না, তাও না৷ পরিস্থিতি বিচার করে অনেক সময় মহিলা যাত্রীদের মেট্রো আধিকারিকদের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয়৷ কিন্তু সেক্ষেত্রেও বিস্তর ঝক্কি পোহাতে হয় যাত্রীদের৷ আধিকারিকদের গিয়ে নিজের অসুবিধার কথা বলা, পরিস্থিতি বুঝে আধিকারিকদের অনুমতি দেওয়া- এত ঝক্কি পোহাতে কারই বা ভাল লাগে৷ অনেক সময় সেই পরিস্থিতিও থাকে না৷ কিন্তু এবার মেট্রো রেলের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগের দিন শেষ হতে চলেছে৷ যাত্রীদের কথা ভেবেই মেট্রো স্টেশনে তৈরি হয়েছে শৌচালয়৷ আপাতত শোভাবাজার, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া-সহ চারটি স্টেশনে তৈরি হতে চলেছে শৌচালয়৷
[আত্মহত্যা রুখতে নয়া পদক্ষেপ, মেট্রো স্টেশনে বসল স্ক্রিনডোর]
শৌচালয় তৈরির সিদ্ধান্তে খুশি যাত্রীরা৷ তাঁদের দাবি, মেট্রো রেলের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন মহিলা যাত্রীরা৷ মেট্রো স্টেশনে ঢুকে আচমকা সমস্যায় পরার দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে বলেই আশা তাঁদের৷ তবে প্রত্যেকটি স্টেশনেই যাতে শৌচালয়ের বন্দোবস্ত করা যায়, সেই দাবিও তুলেছেন কেউ কেউ৷ বিদেশে সাধারণ মেট্রোর ভিতরেই শৌচালয় রয়েছে৷ তিলোত্তমার লাইফলাইনেও সেই বৈশিষ্ট্য যোগ হোক, এমনও দাবি তুলেছেন অনেক যাত্রীই৷
The post মেট্রো যাত্রীদের জন্য সুখবর, এবার স্টেশনেই শৌচালয় appeared first on Sangbad Pratidin.