shono
Advertisement
Laxmir Bhandar

অক্টোবরে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? জানাল নবান্ন

লক্ষ্মীপুজোর আগেই লক্ষ্মীলাভ হবে?
Published By: Tiyasha SarkarPosted: 09:11 PM Sep 22, 2025Updated: 09:27 PM Sep 22, 2025

নব্যেন্দু হাজরা: পুজোর মাস মানেই বাড়তি খরচ। সেই কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত রাজ্যের। নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের 'জয় বাংলা' ও 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের টাকা মিলবে অক্টোবরের প্রথম সপ্তাহেই। অর্থাৎ লক্ষ্মীপুজোর আগেই লক্ষ্মীলাভের সম্ভাবনা প্রবল।

Advertisement

প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে। চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। সেই কারণে আগেই মাসের বেতন আগাম মিটিয়ে দেওয়া সিদ্ধান্তের কথা জানিয়েছিল নবান্ন। অন্যদিকে সেপ্টেম্বর মাসের জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ  উপভোক্তাদের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে ডিবিটি মারফৎ যাবে বলে জানানো হয়। বলা হয়, আগামী ১ অক্টোবর দেওয়া হবে টাকা। এর জন‌্য বিভিন্ন দপ্তরের ডিডিও এবং অ‌্যাডমিনিস্ট্রেটরস অফ ডিপোজিট অ‌্যাকাউন্টসগুলিকে ট্রেজারিতে বিল বা অ‌্যাডভাইস আগে জমা দিতে নির্দেশও দেয় অর্থদপ্তর।

এবার অক্টোবর মাসের জয় বাংলা ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও আগাম দেওয়ার কথা জানালো নবান্ন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, উপরিউক্ত দুই প্রকল্পের অক্টোবর মাসের টাকা অক্টোবরের প্রথম সপ্তাহেই পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। বলে রাখা প্রয়োজন, ভোটমুখী বাংলায় বাঙালির মন জয়ে পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, চলতি মাসের ২৬ তারিখ হাতে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজোর মাস মানেই বাড়তি খরচ। সেই কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত রাজ্যের।
  • নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের 'জয় বাংলা' ও 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের টাকা মিলবে অক্টোবরের প্রথম সপ্তাহেই।
  • অর্থাৎ লক্ষ্মীপুজোর আগেই লক্ষ্মীলাভের সম্ভাবনা প্রবল।
Advertisement