নব্যেন্দু হাজরা: আগামী সপ্তাহ থেকেই কলকাতায় ফের ছুটবে মেট্রো (Metro)। তার আগে একগুচ্ছ নিয়মবিধি জারি করল মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীরা কী করবেন, আর কী করবেন না, তার বিস্তারিত জানিয়ে বুধবার বিজ্ঞপ্তি আকারে জারি করল মেট্রো কর্তৃপক্ষ।
নিউ নর্মালে তো সবটাই নতুন। তাল মিলিয়ে বদলে গেছে মেট্রোর নিয়ম কানুনও। আগের মতো হাত স্টেশনে গিয়ে হাত বাড়ালেই মিলবে না টোকেন। স্মার্ট কার্ড (Smart Card) আর ই-পাসই (Epass) ভরসা। আর এই নিয়মের জেরে কলকাতার (Kolkata) মাটির তলার লাইফলাইন অনেকের কাছেই এখন গোলকধাঁধার সামিল হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু যোগ হল এই ১২ দফা নিয়মবিধি।
[আরও পড়ুন : মেডিক্যাল কলেজের হস্টেলে ‘হস্তমৈথুন’, তরুণীকে জোর করে লিফটে তোলার চেষ্টা, গ্রেপ্তার যুবক]
এক ঝলকে দেখে নিন মেট্রোয় উঠতে গেলে কী কী নিয়ম মানতেই হবে?
- মাস্কে নাক, মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক।
- শুধুমাত্র স্মার্টকার্ড ব্যবহার করবেন।
- মেট্রোয় ওঠার আগে প্ল্যাটফর্মের স্যানিটাইজার ডিসপেনশর মেশিন থেকে হাতে স্যানিটাইজার মেখে নিন।
- আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করুন।
- স্মার্ট কার্ড রিচার্জ করতে অ্যাপ ডাউনলোড করুন।
- প্ল্যাটফর্মে প্রবেশের আগে থার্মাল গানে শরীরে তাপমাত্রা মাপতে কর্মীদের সাহায্য করুন।
- প্ল্যাটফর্মে ঢোকা ও বেরনোর জন্য নির্দিষ্ট গেট ব্যবহার করুন।
- বুকিং কাউন্টার, গেট ও প্ল্যাটফর্মে ন্যূনতম ছয় ফুট দূরত্ব বজায় রাখুন।
- এছাড়া অন্যান্য কোভিডবিধি, মেট্রো কর্মীদের সঙ্গে সহযোগিতার মতো নিয়ম মেনে চলুন।
আর কীকী একদম করবেন না?
- প্ল্যাটফর্মে থুতু ফেলা নিষিদ্ধ।
- জ্বর-সরদি-কাশির উপসর্গ নিয়ে মেট্রোয় যাত্রা করবেন না।
- শিশু ও বয়স্করা মেট্রোয় উঠবেন না।
- মেট্রোর জন্য টোকেন মিলবে না।
- এস্কালেটর, সিঁড়ি বা দেওয়ালে হাত দেবেন না।
- লিফটে তিন জনের বেশি যাত্রীর ওঠা নিষিদ্ধ।
- প্রবেশপথে তাড়াহুড়ো করবেন না।
সুতরাং ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রোয় ওঠার আগে এই নিয়মগুলো ভাল করে মাথায় গেঁথে নিন। নয়তো মেট্রো যাত্রা মাঝপথেই ভণ্ডুল হতে পারে।