shono
Advertisement

Breaking News

Kolkata Police

অনুমতি ছাড়া শহরে মিছিল-মিটিং? আইনি ব্যবস্থার পথে পুলিশ

আর জি কর কাণ্ডের লাগাতার প্রতিবাদের জের!
Published By: Paramita PaulPosted: 09:00 PM Sep 10, 2024Updated: 09:00 PM Sep 10, 2024

নিরুফা খাতুন: অনুমতি ছাড়া রাস্তা দখল করে বিক্ষোভ, মিছিল করলে আইনি ব‌্যবস্থা নেওয়ার কথা ভাবছে কলকাতা পুলিশ। আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রায় একমাস ধরে শহরে রাস্তা আটকে প্রতিবাদ, মিছিল, মিটিং চলছে। যার জেরে ব্যাপক যানজট হচ্ছে বলে অভিযোগ। এর বিরুদ্ধেই এবার কড়া ব্য়বস্থা নিতে চলেছে পুলিশ।

Advertisement

শহরে মিছিল, মিটিং, বিক্ষোভ অবস্থান কিছু করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়। কিন্তু আর জি কর কাণ্ডের প্রতিবাদের ক্ষেত্রে কোনও নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। সোশ‌্যাল মিডিয়ার পোস্ট করে রাতদখল, মিছিলের ডাক দিয়ে রাস্তায় নেমে পড়ছেন। ফলে যানযট বাড়ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে নিত‌্যযাত্রীদের। এতদিন অবশ‌্য পুলিশ কোনও আইনি ব‌্যবস্থা নেয়নি।

[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ]

লালবাজার সূত্রে খবর, আর জি কর নিয়ে এখনও পর্যন্ত শহরে যে রাতদখল, প্রতিবাদ মিছিল, অভিযান হয়েছে তা কোনওটাই অনুমতি নেওয়া হয়নি। যেখানে ইচ্ছা রাস্তা দখল করে বসে পড়ছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণে একটা সমস‌্যা হচ্ছে। অনেকে জরুরি কাজে বেড়িয়ে রাস্তায় আটকে পড়ছেন। তাই এবার অনুমতি ছাড়া রাস্তা দখল করে মিছিল, মিটিং করলে তাদের বিরুদ্ধে আইনি পদেক্ষপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

[আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর পরও শো করেছি, কিন্তু…’, অশান্ত সময়ে গান গাওয়া নিয়ে ট্রোলের জবাবে শিলাজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুমতি ছাড়া রাস্তা দখল করে বিক্ষোভ, মিছিল করলে আইনি ব‌্যবস্থা নেওয়ার কথা ভাবছে কলকাতা পুলিশ।
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রায় একমাস ধরে শহরে রাস্তা আটকে প্রতিবাদ, মিছিল, মিটিং চলছে।
  • যার জেরে ব্যাপক যানজট হচ্ছে বলে অভিযোগ।
Advertisement